ট্রেলারেই সাফল্যের মুখ দেখে নিল ‘Brahmastra’

0
33

বিনোদন ডেস্ক : প্রতীক্ষার অবসান, অবশেষে প্রকাশ্যে এল ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ট্রেলার। ট্রেলার মুক্তির দিনক্ষন আগেই জানিয়েছিলেন ছবি নির্মাতারা , সেই কথা মতই এদিন মুক্তি পেল ছবির ট্রেলার। ২ মিনিট ৫২ সেকেন্ডের ভিডিয়োয় চোখ ফেরানো দায়। ছবিতে ঘটিয়েছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়।

আরও পড়ুন : হৃদরোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি Deepika Padukone

- Advertisement -

ছবি নিয়ে অনেকটা আশায় পরিচালক অয়ন মুখোপাধ্যায় সহ অভিনেতারা। ২০১৪ সালে প্রথম ছবির ঘোষণা হয়, ২০১৮ থেকে শুরু হয় ছবির শুটিং। বলিউডের প্রথম সারির তারকাদের নিয়ে তৈরি এছবি পরিচালকের ড্রিম প্রোজেক্ট। শুধু তাই নয় দীর্ঘ ৪ বছরের বিরতির পর ফের বড় পর্দায় দেখা যাবে রনবীর কাপুরকে। আবার এই ছবির শুটিং এর মাঝেই একে অপরের প্রেমে পড়েন রণবীর-আলিয়া। ছবি মুক্তির আগেই সেই প্রেম স্বীকৃতি পায়। সব মিলিয়ে ছবি ঘিরে দর্শক মহলের আগ্রহ তুঙ্গে।

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt 🤍☀️ (@aliaabhatt)

আরও পড়ুন :Johnny’র দুর্দান্ত অভিনয় ঘোল খাইয়েছে জুরিকে, আক্ষেপের সুরে Amber Heard

ট্রেলার মুক্তি পেলেও ছবির গল্প কি হতে চলেছে তা আন্দাজ করা মুশকিল। তবে এটা নিশ্চিত পৌরানিক গল্পের সঙ্গে কল্পকাহিনীর মিশ্রন দেখা যাবে ছবিতে। মূলত তিনটি পর্বে দেখানো হবে ‘ব্রহ্মাস্ত্র’ প্রথম পর্বে মূলত শিবের কাহিনিই মূল বিষয়। ছবিতে রণবীর-আলিয়া ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, অমিতাভ বচ্চন, নাগার্জুন মৌনি রায়, ডিম্পল কাপাডিয়া, সহ দিব্যেন্দু শর্মা, ধ্রুব সেহগল, সৌরভ গুজ্জর। বিটাউন সুত্রে খবর, ছবিতে ক্যামিও চরিত্রে দেখা মিলবে বলিউড বাদশাকেও। ট্রেলার মুক্তি পেতেই লাইক,শেয়ার , কমেন্টের সংখ্যা আকাশ ছোঁয়া। মুহূর্তেই লক্ষ ছাড়িয়েছে ভিউজ। ছবির প্রশংসায় মেতেছেন সেলিব্রিটি মহল থেকে আমজনতা।