রাতের ময়দানের খাস খবর ২৩/৬/২০২২

0
43

এক নজরে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিল

জেসন রয়ের সেঞ্চুরি ও জস বাটলারের ঝড়ো ফিফটিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে আমস্টিলভিনে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বুধবার ইংল্যান্ড জিতেছে ৮ উইকেটে। ২৪৫ রানের লক্ষ্য তারা পেরিয়ে গেছে ১১৯ বল বাকি থাকতেই। তিন ম্যাচের সিরিজ ৩-০ তে জিতল বিশ্ব চ্যাম্পিয়নরা। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে বাংলাদেশকে (১২০) ছাড়িয়ে তারা উঠে গেল শীর্ষে (১২৫)।

- Advertisement -

বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিল
১/ ইংল্যান্ড – ১৮ ম্যাচে ১২৫ পয়েন্ট
২/ বাংলাদেশ – ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট
৩/ আফগানিস্তান – ১২ ম্যাচে ১০০ পয়েন্ট
৪/ পাকিস্তান – ১৫ ম্যাচে ৯০ পয়েন্ট
৫/ ওয়েস্ট ইন্ডিজ – ২১ ম্যাচে ৮০ পয়েন্ট
৬/ ভারত – ১২ ম্যাচে ৭৯ পয়েন্ট
৭/ অস্ট্রেলিয়া – ১২ ম্যাচে ৭০ পয়েন্ট
৮/ আয়ারল্যান্ড – ১৮ ম্যাচে ৬৮ পয়েন্ট
৯/ শ্রীলঙ্কা – ১৮ ম্যাচে ৬৮ পয়েন্ট
১০/ নিউজিল্যান্ড – ৬ ম্যাচে ৬০ পয়েন্ট
১১/ দক্ষিণ আফ্রিকা – ১৩ ম্যাচে ৪৯ পয়েন্ট
১২/ জিম্বাবুয়ে – ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট
১৩/ নেদারল্যান্ডস – ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট।

কাতার বিশ্বকাপের ১২ লাখ টিকিট শেষ

বিশ্বকাপ ফুটবলের সাধারণ দর্শকদের জন্য বরাদ্দ ২০ লাখ টিকেটের ১২ লাখ টিকেট বিক্রি শেষ হয়ে গেছে বলে জানিয়েছে আয়োজকরা। টিকিট বিক্রির সবশেষ পর্বের জন্য এপ্রিলের শেষ পর্যন্ত ২ কোটি ৩৫ লাখ আবেদন জমা পড়ে। ফিফার তথ্য অনুযায়ী টিকেটের বেশি আবেদন এসেছে আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স, মেক্সিকো, কাতার, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র থেকে। বিশ্বকাপ আয়োজক কমিটির মহাসচিব হাসান আল বুধবার টিকেট বিক্রির তথ্য তুলে ধরেন। প্রায় ১২ লাখ টিকেট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। মানুষ আসলেই কিনছে এবং এখানে আসতে তারা রোমাঞ্চিত।”

নাগরিকত্ব বদলে উইম্বলডনে রাশিয়ার টেনিস তারকা

উইম্বলডন রাশিয়াকে নিষিদ্ধ করলেও ভিন্ন পথে খেলার সুযোগ করে নিয়েছেন রাশিয়ার নারী টেনিস তারকা নাতেলা জালামিডজে। টেনিস তারকার জন্ম মূলত মস্কোতে। তবে নাগরিকত্ব বদলে এবার তিনি উইম্বলডনে অংশ নিতে চলেছেন। উইম্বলডনের আগে তিনি গ্রহণ করেছেন
জর্জিয়ার নাগরিকত্ব।

আজ আন্তর্জাতিক অলিম্পিক দিবস

অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা। যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন। দুই শতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস বিশ্বের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে। আজ (২৩ জুন) ‘আন্তর্জাতিক অলিম্পিক দিবস’। প্রতি বছর এ দিনটিকে আন্তর্জাতিক অলিম্পিক দিবস হিসেবে পালন করা হয়। প্রতিবছরের মতো এ বছরও একটি থিম নির্ধারণ করা হয়েছে। এবারের থিম, ‘একসঙ্গে…শান্তিময় বিশ্বের জন্য।’
গত বছর আন্তর্জাতিক অলিম্পিক দিবসের থিম ছিল, ‘সুস্থ থাকুন, সবল থাকুন ও সক্রিয় থাকুন।’

কাউন্টি খেলেই ছন্দে, বলে দিলেন আত্মবিশ্বাসী পুজারা

মাঝের একটা সময় খারাপ ফর্মের জন্য ছিটকে গিয়েছিলেন ভারতীয় দল থেকে। এর পরে কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে অসাধারণ ব্যাটিং করে আবার প্রত্যাবর্তন ঘটিয়েছেন তিনি। সেই চেতেশ্বর পুজারা বুধবার বিসিসিআই টিভিতে দেওয়া খোলামেলা সাক্ষাৎকারে জানিয়ে দিলেন, তিনি ছন্দ ফিরে পেয়েছেন। কাউন্টি ক্রিকেটের অভিজ্ঞতা: সাসেক্সের হয়ে মরসুমটা আমি খুব উপভোগ করেছি। দারুণ সব সতীর্থ পেয়েছি।

নাদালের চোখ এখন ক্যালেন্ডার স্ল্যামে

উইম্বলডনে এ বার রাফায়েল নাদাল খেলবেন কি না, তা নিয়ে চর্চা তুঙ্গে ছিল। কিন্তু গত শুক্রবার স্পেনীয় তারকা যাবতীয় জল্পনায় জল ঢেলে জানিয়ে দিয়েছেন, তিন বছর পরে ফের তাঁকে সেন্টার কোর্টে দেখা যাবে। নাদালের কাছে এ বারের উইম্বলডনের তাৎপর্যই আলাদা। বিশ্বের মাত্র পাঁচ জনই এখনও পর্যন্ত ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। পুরুষদের টেনিসে টানা দু’বার জিতেছেন মাত্র দু’জনই। ডন বাজ (১৯৩৮) ও রড লেভার (১৯৬২-’৬৯)। এ বছরের শুরুতে মেলবোর্নে পাঁচ সেটের রুদ্ধশ্বাস লড়াইয়ে দানিল মেদভেদেভকে হারিয়ে অস্ট্রেলীয় ওপেন জিতেছিলেন নাদাল। চলতি মাসের শুরুতে কাসপার রুদকে হারিয়ে ফরাসি ওপেনেও চ্যাম্পিয়ন হন তিনি। নাদালের টেনিসজীবনে প্রথমবার ক্যালেন্ডার স্ল্যাম জিতে ইতিহাস গড়ার হাতছানি রয়েছে।

মেসিদের নতুন কোচ গালটিয়ে

লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে, নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়রদের নতুন ম্যানেজার হচ্ছেন ক্রিস্টোফ গালটিয়ে। জানিয়ে দিলেন প্যারিস সাঁ জারমাঁর প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি। ১৮ মাস আগে পিএসজির দায়িত্ব নেওয়া মৌরিসিয়ো পোচেত্তিনোর বিকল্প হিসেবে কে আসছেন, তা নিয়ে কয়েক দিন ধরেই জল্পনা তুঙ্গে ছিল। মেসি, নেমারদের নতুন গুরু হিসেবে শোনা যাচ্ছিল জ়িনেদিন জ়িদানের নামও। কিন্তু তিনি স্পষ্ট জানান পিএসজি নয়, ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নিতেই বেশি আগ্রহী। এর পরেই নিসের ম্যানেজার গালটিয়েকে নেওয়ার জন্য ঝাঁপায় পিএসজি। ফরাসি সংবাদমাধ্যমের দাবি, সরকারি ভাবে গালটিয়ের নাম ঘোষণাই শুধু বাকি রয়েছে।

ওয়ার্ম আপ ম্যাচে ভারতের বিপক্ষেই খেলবে ভারতের চার ক্রিকেটার

ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলার আগে বৃহস্পতিবার অর্থাৎ আজ ওয়ার্ম আপ ম্যাচে লেস্টারশায়ারের মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচে ভারতের বিপক্ষেই খেলবেন ভারতের চার ক্রিকেটার। লেস্টারের গ্রিস রোডে বিকেল ৪টায় চার দিনের এই ম্যাচে মুখোমুখি হবে দুদল। যেখানে রিশাভ পান্ত, চেতেশ্বর পুজারা, জাসপ্রিত বুমরাহ ও প্রাসিধ কৃষ্ণা খেলবেন লেস্টারের হয়ে। স্কোয়াডের বাকি ১১ জন পূর্ণাঙ্গ একাদশ হিসেবেই খেলবেন ম্যাচটি। মূলত দলের সব খেলোয়াড়কে প্রস্তুতির সুযোগ করে দিতেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত।

নতুন নিয়মে শুরু হচ্ছে ‘সিক্সটি’ বলের টুর্নামেন্ট

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে নতুন ‘সিক্সটি’ বল (৬০ বলের) টুর্নামেন্ট। সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ওয়ার্নার পার্কে ‘সিক্সটি’ নামের টুর্নামেন্টটির উদ্বোধনী আসর হবে আগামী ২৪ আগস্ট। চলবে ২৮ আগস্ট পর্যন্ত। টুর্নামেন্টটি হবে মূলত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দশম আসর শুরুর আগে। খেলবে সিপিএলের ছেলেদের ছয় ফ্র্যাঞ্চাইজি ও মেয়েদের তিন দল। নতুন এ টুর্নামেন্টে থাকছে বেশ কিছু নতুন নিয়ম।প্রথম আসরের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন ক্যারিবিয়ান মহাতারকা ক্রিস গেইল।

লিভারপুলকে বিদায়, বায়ার্নে যোগ দিলেন সাদিও মানে

লিভারপুলের জার্সিতে দীর্ঘ কয়েক বছর মাঠ কাঁপিয়েছেন। অজস্র সুখস্মৃতি রয়েছে। সব কিছু সঙ্গী করেই এবার নতুন ক্লাবে পাড়ি দিলেন সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে। উল্লেখ্য, লিভারপুলের জার্সিতে ২৬৯ ম্যাচে খেলে ১২০ গোল করেছিলেন মানে। ২০১৮-১৯ মরসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জেতেন।

ম্যারাডোনার মৃত্যু: বিচার হবে আট স্বাস্থ্যকর্মীর

ফুটবল জাদুকর দিয়াগো ম্যারাডোনার মৃত্যুর সঙ্গে জড়িয়ে গেলেন আটজন মেডিকেল স্টাফ। তাদের বিরুদ্ধে অপরাধমূলক অবহেলার অভিযোগ আনা হয়েছে। বুধবার আদালত যে রায় দিয়েছে, তাতে এই আটজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এবার তাদের বিচার হবে।

এটিকে মোহনবাগান এবার নিল অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়ায় খেলা ডিফেন্ডার

অস্ট্রেলিয়ার ‘এ’ লিগ থেকেই রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামসকে খুঁজে পেয়েছিল এটিকে মোহনবাগান। ঘটনাচক্রে, দু’জনেই ক্লাব ছেড়েছেন। আবার অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ থেকে এটিকে মোহনবাগান বৃহস্পতিবার সই করাল অস্ট্রেলিয়ার ফুটবলার ব্রেন্ডান হামিলকে। তাঁর সঙ্গে দু’বছরের চুক্তি করা হয়েছে। তিনি এসেছেন ডিফেন্ডার তিরির বিকল্প হিসাবে। চোট পেয়ে দীর্ঘ দিনের জন্যে ছিটকে গিয়েছেন তিরি। সেই জায়গায় এশীয় কোটার ফুটবলার হিসাবে আনা হয়েছে হামিলকে।

পর্ন দুনিয়ায় যোগ দিয়েছেন টেনিস তারকা হার্কলরোড

টেনিস ছেড়ে পর্ন-দুনিয়ায়! খেলেছেন উইম্বলডনে সেরিনা, শারাপোভাদের বিরুদ্ধেও। উইম্বলডনে অস্ট্রেলিয়ান এবং ইউএস ওপেনেও খেলেছেন। টেনিস ছেড়ে এখন তিনি পর্ন তারকা। পর্ন দুনিয়ায় যোগ দিয়েছেন টেনিস তারকা হার্কলরোড এক সময় র‌্যাঙ্কিংয়ে ছিলেন ৩৯ নম্বরে। টেনিস ছেড়ে অ্যাশলে হার্কলরোড এখন হয়ে গিয়েছেন পর্ন তারকা। আমেরিকার এক বিখ্যাত পর্ন ওয়েবসাইটে এখন অর্থ খরচ করে তাঁর ছবি, ভিডিয়ো দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ।