আজকের ময়দানের খাসখবর (১৭/৩/২০২৩)

0
40

খেলার দুনিয়ার এ সমস্ত টাটকা খবর দিচ্ছেন
শান্তি রায়চৌধুরী।

ফের ফিফার প্রেসিডেন্ট হয়ে সমালোচকদের ইনফান্তিনো বললেন, ‘সবাইকে ভালোবাসি’

- Advertisement -

সবকিছু একরকম চূড়ান্তই ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। এবার সেটিও হয়ে গেল। টানা তৃতীয় মেয়াদে ফিফার প্রেসিডেন্ট হলেন জিয়ান্নি ইনফান্তিনো। আবারও দায়িত্ব পেয়ে আগামী চক্রে ১ হাজার ১০০ কোটি ডলার আয়ের প্রতিশ্রুতি দিলেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান। একই সঙ্গে তার সমালোচকদের প্রতি দিলেন শান্তির বার্তা।

আইসিসির এলিট প্যানেল থেকে সরে দাঁড়ালেন আলিম দার

আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেল থেকে নাম সরিয়ে নিলেন পাকিস্তানের অভিজ্ঞ আম্পায়ার আলিম দার। এদিকে আইসিসির আম্পায়ার এলিট প্যানেলে দুইজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন- দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টোক এবং পাকিস্তানের আহসান রাজা।

আনচেলত্তির চোখে ভিনিসিউস বিশ্বের সেরা ফুটবলার

চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে দ্বিতীয় লেগে বেনজেমার গোলে ১-০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে দ্বিতীয় লেগে গোল করতে না পারলেও গোল করিয়েছেন ভিনিসিউস জুনিয়র। আর পুরো ম্যাচেই দারুণ খেলেছেন এ ব্রাজিলিয়ান তারকা। যার কারণে ম্যাচ শেষে আবারও তাকে প্রশংসায় ভাসালেন রিয়াল বস কার্লো আনচেলত্তি।

বারানসিতে আরও একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরীর পরিকল্পনা

নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরি হবে উত্তরপ্রদেশে। আন্তর্জাতিক মানের তৃতীয় ক্রিকেট স্টেডিয়াম হবে সেই রাজ্যে। লখনউ, কানপুরের পর এ বার বারাণসীতে হবে স্টেডিয়াম। এই মাসের শেষেই স্টেডিয়াম তৈরির কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সেই কাজ শুরু হবে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ এবং ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল স্টেডিয়াম তৈরির জন্য জমি, জায়গা দেখে এসেছেন। বারাণসীর গঞ্জরী নামে একটি জায়গায় ৩২ একর জমির উপর তৈরি হবে নতুন স্টেডিয়ামটি। উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে এটাই প্রথম আন্তর্জাতিক স্টেডিয়াম।

রোনাল্ডোকে যে সুখবর দিলেন মার্টিনেজ

পর্তুগালের জার্সিতে রোনাল্ডোকে আর দেখা যাবে কিনা তা নিয়ে ছিল সংশয়। তবে রোনাল্ডোর জাতীয় দলে খেলা নিয়ে সুখবরই দিয়েছেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ।
কাতার বিশ্বকাপের পরই পর্তুগালের দায়িত্ব নেন মার্টিনেজ। এখন পর্যন্ত পর্তুগালকে নিয়ে বড় কোনো পরীক্ষা দিতে হয়নি তাঁকে। মার্টিনেজের সামনে বড় চ্যালেঞ্জ ইউরো ২০২৪-এর বাছাইপর্ব।
সেই বাছাইপর্বের ম্যাচের জন্য এখনো পর্তুগাল দল ঘোষণা না করলেও সেই দলে সুযোগ পাচ্ছেন রোনাল্ডো। অর্থাৎ রোনাল্ডোকে দলে রেখেই ২০২৪ ইউরোর স্বপ্ন দেখছে পর্তুগাল।

ইতিহাস গড়ে উচ্ছ্বাসের জোয়ারে ভাসছে নাপোলি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে ছিল নাপোলি। অনুমিত ভাবেই সেই দুয়ার খুলে গেল। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে উড়িয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে পা রাখল ইতালিয়ান ক্লাবটি। সাফল্যের নেপথ্য নায়ক কোচ লুচানো স্পালেত্তি বললেন, সময় এখন উদযাপন আর উপভোগের।

ফ্রান্স দলে তিন নতুন মুখ

২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য বৃহস্পতিবার ২৩ সদস্যের দল দিয়েছেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম। দলে নতুন মুখ আছেন আরও দুজন- নিসের মিডফিল্ডার কিফহেন থুরাম ও লসের গোলরক্ষক ব্রিস সাম্বা।

ভারতের ‘বিদ্বেষমূলক’ আচরণের শিকার খাজা

অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজা পাকিস্তানে জন্ম নেয়ায় তার সঙ্গে ‘দুষ্টু ও বিদ্বেষমূলক’ আচরণ করেছে ভারত। সদ্য শেষ হওয়া গাভাস্কার-বোর্ডার ট্রফি সিরিজের আগে তাঁর ভিসা জটিলতায় পড়া বিষয়ে ভারতের ইতিহাসবিদ ও বিসিসিআই’য়ের প্রাক্তন প্রশাসক রামচন্দ্র গুহ মন্তব্য করেছেন,
‘খাজা একজন ভালো ক্রিকেটার, সে চমৎকার খেলে এবং তাঁর ভিসা নিয়ে জটিলতা সৃষ্টি বিদ্বেষমূলক। এটা খুব খারাপ দেখায়, না ক্ষমতাসীন বিজেপি নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নয়, অস্ট্রেলিয়ার নাগরিক হওয়ার পরও আপনি বা আমি কারও ভিসা এভাবে আটকে রাখতে পারি না।’

বিশ্ব মিটে জয় দিয়ে যাত্রা শুরু গত বারের চ্যাম্পিয়ন নিখাতের

বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দিলেন ভারতের তারকা বক্সার নিখাত জারিন। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই রেফারি স্টপস কনটেস্ট – এই নিয়মে জয় পেলেন নিখাত। ম্যাচে নিখাতের মুখোমুখি হয়েছিলেন আজারবাইজানের বক্সার আনাখানিম ইসমাইলোভা। প্রথম ম্যাচে জয় দিয়েই প্রতিযোগিতা শুরু করলেন নিখাত। ৫০ কেজি বিভাগে নেমেছেন তিনি। ২০২২ সালে কমনওয়েলথ গেমসে সোনা জয়ের পর, আবার নিজেকে প্রমাণ করলেন নিখাত।

এবার পর্তুগিজ ক্লাব কিনতে যাচ্ছেন রোনালদো

ক্লাব কেনা কি তবে তাঁর নেশা? রোনালদো নাজারিওকে একের পর এক ক্লাব কিনতে দেখলে এমন প্রশ্ন যে কারও মনে আসতেই পারে। দুটি ক্লাবের মালিকানা থাকার পরও এবার তৃতীয় আরেকটি ক্লাবের দিকে হাত বাড়ালেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। পর্তুগিজ সংবাদমাধ্যম মাইসফুটবল পোর্টালের বরাত দিয়ে রোনালদোর নতুন ক্লাব কেনার কথা জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। এবার রোনালদো নাকি পর্তুগালেরই তৃতীয় বিভাগের একটি ক্লাব কিনতে যাচ্ছেন।

গেইলের রেকর্ড ভাঙলেন বাবর

বৃহস্পতিবার পিসিএলে ৩৯ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলার মধ্য দিয়ে বাবর আজম ছাড়িয়ে যান ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইলকে। তিনি টি-টোয়েন্টিতে ২৪৯ ইনিংসে ৯ হাজার রারেন মাইলফলক স্পর্শ করেন। এই রেকর্ড গড়তে বাবর খেলেছেন ২৪৫ ইনিংস।

৪১ বলে শতক হাঁকিয়ে তাক লাগালেন আমিরাত ব্যাটার

ওয়ার্ল্ড কাপ লিগ-২-এর ম্যাচে বৃহস্পতিবার (১৬ মার্চ) মাত্র ৪১ বলে শতক করেন সংযুক্ত আরব আমিরাতের ব্যাটসম্যান আসিফ খান, যা আন্তর্জাতিক ওয়ানডে সেঞ্চুরির দিক থেকে চতুর্থ দ্রুততম। কিন্তু আসিফের রেকর্ড-গড়া শতকের পরও নেপালের কাছে তার দল হেরেছে ৯ রানে।

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন প্রাক্তন অজি অধিনায়ক

অস্ট্রেলিয়ার প্রাক্তন টেস্ট অধিনায়ক টিম পেইন শুক্রবার (১৭ মার্চ) সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এদিন ঘরোয়া লিগে তাকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়। ২০২১ সালে নারী কেলেঙ্কারির কারণে অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব হারান পেইন। যার কারণে সে বছর অ্যাশেজ থেকে বাদ দেয়া হয় ৩৮ বছর বয়সী এই উইকেটরক্ষককে।

দ্বিতীয় টেস্টে দারুণ শুরু নিউজিল্যান্ডের

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দারুণ শুরু করেছে নিউজিল্যান্ড। শুক্রবার প্রথম দিনের খেলা শেষে ৪৮ ওভারে ২ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৫৫ রান। বৃষ্টির কারণে নির্ধারিত ৯০ ওভার খেলা হয়নি।

মেসিদের খেলা দেখতে চান ১৫ লাখ আর্জেন্টাইন

বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো মাঠে নামছে মেসির আর্জেন্টিনা। মনুমেন্টাল স্টেডিয়ামে বৃহস্পতিবারের সেই প্রীতি ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ পানামা। দুই দেশের শেষ পাঁচ ম্যাচের সবকটিতে আর্জেন্টিনার জয় থাকলেও এ ম্যাচ ঘিরে আগ্রহের ঝড় উঠেছে আর্জেন্টাইনদের মধ্যে।
স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ৮৩ হাজার হলেও এর মাঝে ২০ হাজার আসন রাখা হয়েছে সংরক্ষিত। অবশিষ্ট ৬৩ হাজার টিকিটের জন্য অনলাইনে আগ্রহ দেখিয়ে ছিলেন ১৫ লাখ সমর্থক। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) ওয়েবসাইটের মাধ্যমে যা কিনা বিক্রি হতে সময় লেগেছে মাত্র দুই ঘণ্টা।

আর্সেনাল গ্রেটকে তাড়িয়ে দিল ইংলিশ ক্লাব

ক্রিস্টাল প্যালেসের ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে পাত্রিক ভিয়েইরাকে। মূলত দলের ফর্মের দুরবস্থার কারণেই চাকরি হারিয়েছেন প্রাক্তন আর্সেনাল ফুটবলার ভিয়েইরা। সর্বশেষ ১৪ ম্যাচে মাত্র একবার জয়ের মুখ দেখেছে ক্রিস্টাল প্যালেস। ২৭ ম্যাচ থেকে সমান ২৭ পয়েন্ট নিয়ে এখন লিগ টেবিলের ১২ নম্বরে অবস্থান করছে তারা।

ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ দেখলেন রজনীকান্ত

ভারতীয় চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় সুপারস্টারদের অন্যতম রজনীকান্ত দেখলেন ভারত অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ম্যাচ।
মুম্বই ক্রিকেট সংস্থার সভাপতি অমল কালেই রজনীকান্তকে ওয়াংখেড়েতে আমন্ত্রণ করার বিষয়টি জানান। তিনি বলেন, ‘আমি কিংবদন্তি অভিনেতা রজনীকান্তকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি মাঠে এসে খেলা দেখার জন্য আমরা গর্বিত।”

লিসবনে সবচেয়ে ব্যয়বহুল বাড়ির অনুমতি পেলেন রোনালদো

পর্তুগালের লিসবন শহরে সবচেয়ে ব্যয়বহুল সম্পদের মালিক ফুটবল স্টার ক্রিস্টিয়ানো রোনালদো। সেখানে তার একটি প্রকল্প নিমার্ণাধীন। তবে দুই বছর আগে নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছিল। এবার সেটি নির্মাণের অনুমতি পেয়েছেন রোনালদো।

বিশ্বকাপ ফুটবল: বেড়ে গেল পুরস্কারমূল্য

মহিলাদের বিশ্বকাপ ফুটবলের পুরস্কার মূল্য ৩০০ শতাংশ বাড়াল ফিফা। ৩২ দলের প্রতিযোগিতার মোট পুরস্কার মূল্য বাড়িয়ে ১৫০ মিলিয়ন ডলার করা হল। ভারতীয় অর্থে মোট পুরস্কার মূল্য হল প্রায় ১২৩৭ কোটি ৭৩ লাখ টাকা। ফিফার গভর্নিং কাউন্সিলের বৈঠকে মহিলাদের বিশ্বকাপের মোট পুরস্কার মূল্য বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

বাবর আজম আমাদের কিংবদন্তি: শাদাব খান

পাকিস্তান-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজে শাদাব খানকে পাকিস্তান দলের অধিনায়ক করা হয়েছে। তাঁর অধিনায়কত্বে দলও ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার গুঞ্জন উঠছে বাবরকে সরিয়ে এবার টি-টোয়েন্টি ও টেস্ট দলের দায়িত্বও তাঁকে দেওয়া হতে পারে। এ বিষয়ে শাদাব খান স্পষ্ট করে জানিয়েছেন, পাকিস্তান দলের অধিনায়কত্বের ব্যাপারে যে গুঞ্জন উঠেছে তা সঠিক নয়। তিনি আরও জানিয়েছেন, বাবর আজম আমাদের কিংবদন্ত। আগেও বাবর অধিনায়ক ছিলেন, এখনো আছেন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তিনি কেবল বিশ্রাম নিচ্ছেন। সেই সঙ্গে তিনি এও বলেন,’বাবর আজম আমাদের রাজা, আমরা হলাম তাঁর প্রজা’।

চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের প্রতিপক্ষ চূড়ান্ত

অনুষ্ঠিত হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ড্র। শেষ আটের প্রতিপক্ষ চূড়ান্ত হল।
কোয়ার্টার ফাইনালের ড্র:
*কোয়ার্টার ফাইনাল – ১: রেয়াল মাদ্রিদ – চেলসি
*কোয়ার্টার ফাইনাল – ২: বেনফিকা – ইন্টার মিলান
*কোয়ার্টার ফাইনাল – ৩: ম্যানচেস্টার সিটি – বায়ার্ন মিউনিখ
*কোয়ার্টার ফাইনাল – ৪: এসি মিলান – নাপোলি
*আগে যাদের নাম, তারা হবে প্রথম লেগের স্বাগতিক।

সেমিফাইনালে খেলবে:
*কোয়ার্টার ফাইনাল ১-এ জয়ী দল খেলবে কোয়ার্টার ফাইনাল ৩-এ জয়ী দলের বিপক্ষে।
*কোয়ার্টার ফাইনাল ২-তে জয়ী দলের সঙ্গে খেলবে কোয়ার্টার ফাইনাল ৪-এ জয়ী দল।