ইস্টবেঙ্গল সমর্থক ‘লজেন্স মাসিকে’ আইএসএল ফাইনাল দেখতে নিয়ে যাবেন গোয়েঙ্কা

0
104

স্পোর্টস ডেস্ক: শনিবার ১৮ মার্চ আইএসএল ফাইনাল। গোয়ার ফাতোর্দা স্টেডিয়ামে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় ফুটবলপ্রেমীরা। সমর্থক ছাড়া ফুটবল একেবারেই জমে না। তাই বিশেষ উদ্যোগ নিল এটিকে মোহনবাগানের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। ময়দানের প্রিয় লজেন্স মাসি যমুনা দাসকে গোয়ায় আইএসএল দেখতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন গোয়েঙ্কা। এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি বিরুদ্ধে ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির থাকবেন ইস্টবেঙ্গল সমর্থক যমুনা দাস।

জানা গিয়েছে, গোটা খরচ বহন করবেন এটিকে মোহনবাগানের সঞ্জীব গোয়েঙ্কা। হোটেল খরচ, যাতায়াত সব তারই খরচ। ময়দানের পরিচিত মুখ যমুনা দাস ওরফে লজেন্স মাসি। কলকাতার যুবভারতীতে খেলা থাকলে তিনি একেবারেই মিস করেন না। মাঠে উপস্থিত থাকেন ইস্টবেঙ্গল ক্লাব তথা সর্বপরি ফুটবলকে ভালোবেসে। শনিবার গোয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তিনি। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকের প্রতি গোয়েঙ্কা সাহেবের এইরূপ ভালোবাসা দেখে মুগ্ধ ফুটবলপ্রেমীরা।

- Advertisement -

আরও পড়ুন: এই জয় ভারতের থেকেও বেশি প্রয়োজন ছিল জোড়া রাহুলের

গত বছর আর এক আইএসএল দল বেঙ্গালুরু এফসির আমন্ত্রণে তাদের সঙ্গে লাঞ্চ করেছিলেন যমুনা দাস। সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান, গুরপ্রীত সিং সান্ধুদের সঙ্গে সময় কাটিয়েছিলেন। উল্লেখ্য, বৃহস্পতিবার কলকাতা থেকে গোয়ায় পৌঁছায় এটিকে মোহনবাগান। বৃহস্পতিবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন মাঠে প্র‍্যাক্টিস করে এটিকে মোহনবাগান। সেখান থেকে হোটেলে ফিরে তারপর বিমানবন্দরে যায় সবুজ-মেরুণ ব্রিগেড। দলের সাথেই গোয়া যান আশিক কুরুনিয়ন। ফাইনালে প্রথম একাদশে থাকতে পারেন আশিক।