আজকের ময়দানের খাস খবর (৮ মে, ২০২৩)

খেলার দুনিয়ার এ সমস্ত টাটকা খবর দিচ্ছেন শান্তি রায়চৌধুরী।

0
38
ms-dhoni-can-not-play-in-overseas-leagues-like-csa-t20-said-bcci-official

আনচেলত্তি রিয়ালে থাকবেন কি না, জানালেন পেরেজ

২০২১ সালে দ্বিতীয় দফায় রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নেয়ার পর সম্ভাব্য সব শিরোপা জেতা হয়ে গেল কার্লো আনচেলত্তির। গত মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি জিতেছিলেন ইউরোপিয়ান সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব ওয়ার্ল্ড কাপের ট্রফি। চলতি মৌসুমে প্রথম শিরোপা হিসেবে শনিবার রাতে জিতেছেন কোপা দেল রে। তবে এত শিরোপা জেতার পরও উদ্‌যাপন ছাপিয়ে একটাই প্রশ্ন: আগামী মৌসুমে বার্নাব্যুতে থাকবেন তো এই ইতালিয়ান কোচ? ৬৩ বছর বয়সী এই ইতালিয়ান কোচের সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি রয়েছে রিয়ালের। কিন্তু ব্রাজিলিয়ান ও স্প্যানিশ সংবাদমাধ্যমে জোর গুঞ্জন, ব্রাজিলের দায়িত্ব নিতে রিয়ালের কোচের দায়িত্ব ছাড়তে পারেন তিনি।

- Advertisement -

আরও পড়ুন: কোহলির রান পাওয়া নিয়ে খুশি নন রবি শাস্ত্রী

তিক্ততা ভুলে পিএসজিতেই থাকতে পারেন মেসি

কয়েক দিন ধরে লিওনেল মেসি এবং পিএসজির মধ্যকার সম্পর্ক আলোচনার তুঙ্গে। ক্লাবের অনুমতি না নিয়ে মেসি সৌদি আরব যাওয়ায় মূলত বিতর্কের শুরু। এর পর দলের নিষেধাজ্ঞা এবং সমর্থকদের মেসিবিরোধী বিক্ষোভ এ ঘটনার উত্তাপ বহুগুণে বাড়িয়ে দিয়েছে। পিএসজিতে মেসির চুক্তি চলতি মৌসুমের শেষ পর্যন্ত। নির্ধারিত সময়ের আর এক মাস থাকলেও আর্জেন্টাইন তারকার সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেনি ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। এর মধ্যেই সামনে এলো নিষেধাজ্ঞা এবং সম্পর্কের তিক্ততার বিষয়টি। তাই অনেকেই ধরে নিচ্ছেন, এই মৌসুমের পর আর পিএসজিতে থাকা হচ্ছে না মেসির। নিষেধাজ্ঞার ঘোষণার কয়েক দিন পর একটি ভিডিওবার্তায় ক্লাবের কাছে ক্ষমা চেয়েছেন মেসি। তাই গণমাধ্যমে উঠে আসছে নতুন এক সম্ভাবনার কথা। মেসি ক্ষমা চাওয়ার পর নাকি অসম্ভব মনে হতে শুরু হওয়া মেসি-পিএসজির চুক্তি নবায়নের সম্ভাবনা প্রাণ ফিরে পেয়েছে।

জমজমাট লড়াইয়ে জিতে সিটির সঙ্গে ব্যবধান কমাল আর্সেনাল

পয়েন্ট টেবিলের দুই ও তিন নম্বর দলের লড়াই হলো হাড্ডাহাড্ডি। ম্যাচ জুড়ে দুই গোলরক্ষককে দিতে হলো কঠিন পরীক্ষা। পোস্ট আর ক্রসবারও বাধ সাধল বারবার। এর মাঝেই চমৎকার একটি গোল উপহার দিলেন মার্টিন ওডেগোর। প্রতিপক্ষের ভুলে পরে গোল মিলল আরেকটি। নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে লিগ টেবিলে ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান কমাল আর্সেনাল। প্রতিপক্ষের মাঠে রবিবার প্রিমিয়ার লিগের জমজমাট ম্যাচটি ২-০ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল।

ধোনি অধিনায়ক হলে বেঙ্গালুরুর তিনটি আইপিএল ট্রফি থাকত

আইপিএলের প্রতি আসরেই তারকাবহুল দল গড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টুর্নামেন্টের শুরু থেকে দলটিতে আছেন বিরাট কোহলির মতো ক্রিকেটার। এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইলের মতো তারকা দলটিতে খেলেছেন লম্বা সময়। তারপরও দলটির এখনও কোনো আইপিএল ট্রফি জিততে না পারাটা একটা রহস্যই বটে। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম মনে করেন, মহেন্দ্র সিং ধোনি বেঙ্গালুরুর অধিনায়ক থাকলে এতদিনে দলটি তিনবার চ্যাম্পিয়ন হতে পারত।

সেমিতে রিয়ালকে উড়িয়ে দেবে সিটি, বিশ্বাস রুনির

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল মহারণের আগে ম্যানচেস্টার সিটিকে প্রশংসায় ভাসালেন প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ওয়েইন রুনি। সেমিফাইনালে রিয়ালকে উড়িয়ে দেবে ম্যানসিটি, এমন মন্তব্যও করেছেন তিনি। শুধু তাই নয়, সিটিজেনদের গোলমেশিন আর্লিং হল্যান্ডকে রুখে দেয়ার মতো কোনো ফুটবলার মাদ্রিদ শিবিরে নেই বলেও জানান ৩৭ বছর বয়সী প্রাক্তন এই ফুটবলার।

র‍্যাঙ্কিং হারানোর আক্ষেপ নেই পাকিস্তান অধিনায়কের

ওয়ানডে ক্রিকেট র‍্যাঙ্কিংয়ে পাঁচ থেকে তিন, তারপরে শীর্ষে চড়ে চমক দেখিয়েছিল পাকিস্তান। তবে সেই চমকের ঝলক বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ৪৮ ঘণ্টার সিংহাসন পেয়েছিল বাবর আজমের দল। রবিবার (৭ মে) করাচিতে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় পাকিস্তান ও নিউজিল্যান্ড। ম্যাচটিতে ৪৭ রানের জয় পায় কিউইরা। আর তাতেই ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে পতন হয় পাকিস্তানের। জায়গা হয় তিনে। বাবর আজম বলেছেন, ‘পরিকল্পনা অনুযায়ী আমরা শেষ করতে পারিনি। ইচ্ছা ছিল র‍্যাঙ্কিং ধরে রাখার। তবে শুরুতে বেশ কিছু উইকেট হারিয়ে ফেলায় ম্যাচ থেকে আমরা বেরিয়ে গেছি। আর নিউজিল্যান্ড খুব ভালো বোলিং করেছে। ফলে আমরা চাহিদা পূরণ করতে পারিনি।’

ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ৪০০ কোটি টাকায় কিনল ব্রাইটন

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোকে ৩০ মিলিয়ন পাউন্ড খরচে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাব ব্রাইটন। ভারতীয় মুদ্রায় যা ৪০০ কোটি টাকার বেশি। শনিবার (৬ মে) পাঁচ বছরের চুক্তিতে ওয়াটফোর্ড থেকে পেদ্রোকে দলে ভিড়িয়েছে ব্রাইটন। অর্থাৎ ২০২৩ থেকে ২০২৮ সাল পর্যন্ত ইংলিশ ক্লাবটির হয়ে খেলবেন ২১ বছর বয়সি এ ফরোয়ার্ড। তবে তিনি এ মৌসুমেই দলটির হয়ে খেলতে পারবেন না। তাকে অপেক্ষা করতে হবে আগামী মৌসুম পর্যন্ত।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

সাকিবের ক্যানসার ফাউন্ডেশনের যাত্রা শুরু

জীবনের ৩৬ বসন্ত পার করার মুহূর্তে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ‘সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশন’ এর আনুষ্ঠানিকতা শুরু করা হয়। শুধু এই ক্যানসার ফাউন্ডেশন নয়, বিভিন্ন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর নজির রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। রবিবার (৭ মে) যুক্তরাজ্যে সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশনের যাত্রা শুরুর ঘোষণা দেয়া হয়। এ উপলক্ষে লন্ডনের আরিয়ানা ব্যাঙ্কুইটিং হলে গালা ডিনারের আয়োজন করা হয়।