ইউরোর আগে বড় ধাক্কা স্পেন শিবিরে, কোভিড আক্রান্ত অধিনায়ক সের্জিও বুস্কেটস

0
23

খাস খবর ডেস্ক: ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের (ইউরো ২০২০) আগে স্পেনের প্রস্তুতি জোর ধাক্কা, তাদের অধিনায়ক তথা বার্সেলোনার তারকা ফুটবলার সের্জিও বুস্কেটস করোনা ভাইরাসে আক্রান্ত। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের তরফ থেকে টুইট করে জানানো হয় সের্জিও বুস্কেটস করোনা পজিটিভ, যার ফলে তাকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়া হতে পারে। বুস্কেটস আপাতত ১০ দিনের জন্য কোয়ারান্টাইনে থাকবে এবং ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে তার অংশগ্রহণ নিয়ে সন্দেহ রয়েছে।

স্প্যানিশ ফেডারেশন টুইট করে জানিয়েছে, “স্প্যানিশ ফুটবল ফেডারেশন দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, দলের অধিনায়ক সের্জিও বুস্কেটসের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। তিনি এখন আইসোলেশনে আছেন এবং তাঁর সংস্পর্শে আসা সকলেই বর্তমানে আইসোলেশনে আছেন। তবে দলের বাকি সদস্যদের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।”

- Advertisement -

২০২০ ইউরোতে স্পেনকে তাদের প্রথম ম্যাচ আগামী ১৪ সুইডেনের বিরুদ্ধে সেভিলে খেলতে হবে। ই-গ্রুপের এই ম্যাচটি ছাড়াও ১৯ জুন পোল্যান্ডের বিরুদ্ধে স্পেনের দ্বিতীয় ম্যাচেও খেলার আশা নেই বুস্কেটসের। রিপোর্ট পজিটিভ আসার পরে মাদ্রিদে দলের প্রশিক্ষণ শিবির থেকে সরিয়ে নেওয়া হয় তাকে। গত শুক্রবার পর্তুগালের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলতে নেমেছিল স্পেন। এরপরের দিন নিয়ম মেনে গোটা দলের করোনা পরীক্ষা করা হয়। তার পরই পজিটিভ রিপোর্ট আসে বুস্কেটসের।