ISL: খারাপ সময় অব্যাহত, পাঁচ ম্যাচের জন্য নির্বাসিত লাল-হলুদের বিদেশী স্ট্রাইকার

0
106

খাস খবর ডেস্ক: আইএসএল যত এগোচ্ছে এসসি ইস্টবেঙ্গলকে আরও ধরাশায়ী দেখাচ্ছে। আটটি ম্যাচ খেললেও একটিও জয় পায়নি লাল-হলুদ বাহিনী। খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ক্লাব। এরই মধ্যে আবার দলের নির্ভরযোগ্য বিদেশী শাস্তির মুখোমুখি। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে ঘটে যাওয়া ঘটনার কারণে পাঁচ ম্যাচের জন্য নির্বাসিত আন্তোনিও পেরোসেভিচ। এছাড়াও এক লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।

নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ০-২ গোলে হেরেছে এসসি ইস্টবেঙ্গল। সেই ম্যাচে এআইএফএফ এর নিয়ম লঙ্ঘন করেন পেরোসেভিচ। ম্যাচের মাঝেই রেফারিকে ধাক্কা দেন। এই অপরাধে লাল কার্ডও দেখেন তিনি। এই হেন অপরাধের কারণ জানতে চেয়ে পেরোসেভিচকে নোটিস দিয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। জারি করা নোটিসে জানানো হয়েছে, এআইএফএফ -এর ৪৮.১.২ ধারায় নিয়ম লঙ্ঘন করেছেন তিনি।

- Advertisement -

আরও পড়ুন: করোনা আক্রান্ত সৌরভ, ভর্তি হাসপাতালে

গত ২৩ ডিসেম্বর হায়দ্রাবাদ এফসি -এর বিরুদ্ধে খেলতে পারেনি পেরোসেভিচ। অপরাধের পিছনে সঠিক কারণ দেখাতে না পারলে কঠিন শাস্তি অবধারিত ছিল। নোটিস পেয়ে ক্ষমা চেয়ে ফেডেরেশনকে চিঠি দিয়েছিলেন পেরোসেভিচ। তাতে অবশ্য কিছুই লাভ হয়নি। ম্যাচের ভিডিও ফুটেজ দেখেই শৃঙ্খলারক্ষা কমিটির সদস্যরা পেরোসেভিচের বিরুদ্ধে সিদ্ধান্ত নেন। এমনিতেই দল খারাপ ফর্মে, তার উপর এইরকম ঝামেলা হলে দলের মনোভাবে প্রভাব পড়তে পারে। আগামী ২৪ জানুয়ারি হায়দ্রাবাদ এফসি-র বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন তিনি।