Alcohol: মদের ঠেককে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষ, কামারহাটিতে মহিলাদের মিছিলে হামলার অভিযোগ

0
87

কামরাহাটি: এলাকায় বেআইনি মদের ঠেককে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষে নাম জড়ানোর অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে৷ ঘটনার জেরে সোমবার রাতে তপ্ত হয়ে ওঠে কামারহাটির বিস্তৃর্ণ এলাকা৷ ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে সূত্রের খবর৷ ঘটনার পর এলাকায় পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ রাতের ওই ঘটনার রেশ রয়েছে মঙ্গলবার সকালেও৷

পুলিশ ও স্থানীয সূত্রের খবর, এলাকায় বাড়ছিল মদ্যপদের দাপট৷ বাড়ছিল অসামাজিক কার্যকলাপ৷ এরই প্রতিবাদে এলাকার বেআইনি মদ-গাঁজার ঠেক ভেঙে গুঁড়িয়ে দেওয়ার দাবিতে সোমবার রাতে তৃণমূলের প্রমীলা বাহিনী কামারহাটি পুরসভার ২৯ নং ওয়ার্ডে ঝাঁটা হাতে প্রতিবাদ মিছিল বের করে৷ নেতৃত্বে ছিলেন স্থানীয় তৃণমূল নেত্রী নির্মলা রাই।

- Advertisement -

অভিযোগ, এলাকায় ওই প্রতিবাদ মিছিল পরিক্রমা করার সময় আচমকায় ওয়ার্ডের একদল যুবক প্রতিবাদ মিছিলে হামলা চালায়৷ যার নেতৃত্বে ছিলেন, স্থানীয় তৃণমূল নেতা ওয়ার্ড কো-অর্ডিনেটর শুভঙ্কর সরকার৷ ঝাঁটা হাতে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে প্রমীলা বাহিনীও৷ ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। খবর পেয়ে বেলঘড়িয়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওয়ার্ডের তৃণমূল নেত্রী নির্মলা রাই ও তার অনুগামীদের অভিযোগ, তাঁরা অন্যায়ের প্রতিবাদ জানাতে গিয়ে এলাকার যুবকদের হাতে আক্রান্ত হয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে যে হামলার নেতৃত্বে ছিলেন দলেরই স্থানীয় নেতা৷ যদিও অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতা তথা ওয়ার্ড কো-অর্ডিনেটর শুভঙ্কর সরকারের পাল্টা অভিযোগ, মহিলারা কেন ঝাঁটা হাতে মিছিল করছিল তা জানতে চাইতে মহিলারা আমাদের ওপর হামলা চালায়। এতে তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করেছেন তিনি।

আরও পড়ুন: গুলিতেই জব্দ, বন দফতরের জালে সুন্দরবনের Royal Bengal Tiger