লাল-হলুদের কোচের দৌড়ে ‘লিভারপুল-লেজেন্ড’ ফওলার

0
87

কলকাতা: বিনিয়োগকারী হিসেবে হরি মোহন বাঙ্গুরের সংস্থা শ্রী সিমেন্টের নাম ঘোষণা করার পর আইএসএলে অংশ নেওয়ার রাস্তা খুলে যায় ইস্টবেঙ্গলের কাছে। মাঝে আইএসএলের বিড পেপার তোলা নিয়ে সমস্যা তৈরি হয়েছিল।

যদিও তার মধ্যেই দলের কোচ এবং খেলোয়াড়দের খোঁজ শুরু করেছিল অফিসিয়ালরা। প্রথম থেকেই লাল-হলুদের ভাবনায় ছিল বিদেশি মুখ। আন্তর্জাতিক মানের কোচ, প্লেয়ার এনে প্রথম আইএসএলেই বাজিমাত করার লক্ষ্যে দল গঠনের প্রক্রিয়া শুরু করেছিল লাল-হলুদ।

- Advertisement -

এবার জোড় খবর আইএলএলে ইস্টবেঙ্গলের কোচ হচ্ছেন ইংল্যান্ডের প্রাক্তন খেলোয়াড় রবি ফওলার। সূত্রের খবর এবার তাকে লাল-হলুদের হেডমাস্টার করার লক্ষ্যে কথাবার্তা চালাচ্ছেন ক্লাব অফিসিয়ালরা। বড় অঘটন না ঘটলে ‘লিভারপুল-লেজেন্ড’ই বসতে চলেছেন আলেসান্দ্রোর ফেলে যাওয়া চেয়ারে। এর আগে সার্বিয়ার রিস্তো ভিদাকোভিচের সাথে কথা বলেছিলেন ক্লাব কর্তারা।

রবার্ট বার্নার্ড ফওলার ইংল্যান্ডের প্রাক্তন স্ট্রাইকার। ১৯৯৩ সাল থেকে ২০১২ সালের খেলোয়াড় জীবনে তিনি গোল করার ক্ষমতার জন্য বিখ্যাত ছিলেন।

লিভারপুলের খেলোয়াড়দের মধ্যে তিনি অন্যতম জনপ্রিয়। প্রিমিয়ার লিগের ইতিহাসে সপ্তম সর্বোচ্চ গোলদাতা। লিভারপুলের হয়ে তিনি মোট ১৮৩ টি গোল করেছিলেন, যার মধ্যে ১২০ টি গোলকে বিশ্বমানের বলা চলে। তিনি হয়ে উঠেছিলেন ক্লাব কিংবদন্তি। ২০১১ সালে খেলোয়াড় হিসাবে থাই দলের হয়ে মুয়াংথং ইউনাইটেডে যোগ দিয়েছিলেন, কিন্তু পরে প্লেয়ার-ম্যানেজার নিযুক্ত হন।

বর্তমানে ব্রিসবেন রোর-এর ম্যানেজার পদে নিযুক্ত রবি ফওলার। তাকেই কোচ করে আইএসএলে বাজিমাত করার ভাবনা শতাব্দী-প্রাচীন ক্লাবে।