এল আমন্ত্রণ, পদ্মা সেতুতে মুখোমুখি হতে পারে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী

0
37

কলকাতা: সম্প্রতি উদ্বোধন হয়েছে বাংলাদেশের পদ্মা সেতু৷ তাই সেতু পরিদর্শনের জন্য এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ সেই সঙ্গে তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছাও প্রকাশ করেন মুজিবর কন্যা৷

চিঠিতে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্যে করে তিনি লেখেন, ‘‘আপনি তো জানেন নিজেদের প্রচেষ্টায় আমরা পদ্মা বহুমুখী সেতু নির্মাণ করতে সক্ষম হয়েছি৷ তাই আপনি আপনার সময় মতো বাংলাদেশে সফরে এসে পদ্মা সেতু পরিদর্শন করে যাবেন৷ আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসছেন নয়া দিল্লি সফরে৷ সেই সময় আপনার সঙ্গে দেখা হতে পারে৷’’

- Advertisement -

শত বাধা পেরিয়ে তৈরি বাংলাদেশের গর্ব পদ্মা সেতু ২৫ জুন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সেতু চালু হওয়ায় ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ হয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ২১ টি জেলার মানুষের। সেই সঙ্গে কলকাতা ও ঢাকার মধ্যেও কমছে দূরত্ব।

পদ্মা সেতু নির্মাণে মোট খরচ করা হচ্ছে ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা। এই বছরের ২১ জুন পর্যন্ত ব্যয় করা হয়েছে ২৭ হাজার ৭৩২ কোটি ৮ লাখ টাকা। এসব খরচের মধ্যে রয়েছে সেতুর অবকাঠামো তৈরি, নদী শাসন, সংযোগ সড়ক, ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিবেশ, বেতন-ভাতা ইত্যাদি।

অর্থনীতিবিদরা বলছেন, এই সেতু বাংলাদেশের জন্য একটি ‘নেশন বিল্ডিং প্রজেক্ট’। সেতুর উদ্বোধন বদলে দিতে পারে বাংলাদেশের অর্থনীতিকে। এই সেতুর টোল ট্যাক্স আদায় করা হবে ডিজিটাল পদ্ধতিতে। ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের তরফে যান-চলাচল বাবদ টোল ট্যাক্সের একটি তালিকাও সামনে আনা হয়েছে।