টোকিও অলিম্পিকে যাওয়ার আগে ভারতের ক্রীড়াবিদদের বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী

0
29

খাস খবর ডেস্ক: ১৩ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সকল দেশবাসীর পক্ষ থেকে অলিম্পিকে অংশগ্রহণ করা খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সাক্ষাতে ভারতীয় ক্রীড়াবিদদের উদ্দেশ্যে মোদী বললেন যে, তাদের উপর প্রত্যাশার বোঝা চাপিয়ে দেওয়া উচিত নয়, বরং তাদের শতভাগ দেওয়ার দিকে মনোনিবেশ করা এবং তাদেরকে দেশ শুভেচ্ছা জানান। মোদী এদিন অলিম্পিক গেমসে অংশ নেওয়া ভারতীয় খেলোয়াড়দের উত্সাহ দেওয়ার জন্য ভার্চুয়াল কথোপকথন করেছেন।

মোদী ভারতের পদক নিয়ে আশাবাদী ভারত্তোলক নীলরাজ চোপড়ার সঙ্গে কথোপকথনের সময় সমস্ত খেলোয়াড়কে বার্তা দিয়েছেন, “আপনাদের প্রত্যাশায় বোঝা নয়, ১০০ শতাংশ দিতে হবে। গোটা দেশের শুভেচ্ছা আপনার সঙ্গে আছে।” মোদী ছাড়াও এই কথোপকথনে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, ক্রীড়া প্রতিমন্ত্রী নিশিথ প্রামানিক, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু, আইওএ এর সভাপতি নরিন্দর বাত্রা এবং খেলোয়াড়দের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও পড়ুন: যশপাল শর্মার মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির

মোদী বেশ কয়েকজন খেলোয়াড়ের বাবা মায়ের সঙ্গেও কথা বলেছেন। অলিম্পিকের ঠিক আগে বাবা হারানো বক্সার আশীষ কুমারের সঙ্গে কথা বলার সময় মোদী কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকরের উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, “তাঁর বাবা মারা যাওয়ার সময় তেন্ডুলকরও খুব গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট খেলছিলেন। তিনি তাঁর খেলার মাধ্যমে বাবার প্রতি শ্রদ্ধা জানান। আপনিো একই উদাহরণ স্থাপন করেছেন। আপনি একজন খেলোয়াড় হিসাবে বিজয়ী, তবে ব্যক্তি হিসাবেও আপনি প্রতিকূলতাকে জয় করেছেন।”

আরও পড়ুন: টোকিও অলিম্পিক: মুখ ফসকে জাপানকে চিন বলে ফেললেন আইওসি এর প্রেসিডেন্ট

মোদীর সঙ্গে এই কথোপকথনে পিভি সিন্ধু (ব্যাডমিন্টন), সানিয়া মির্জা (টেনিস), এমসি মেরি কম (বক্সিং), সৌরভ চৌধুরী ও ইলাভেনিল ওয়ালরভিন (শুটিং), দ্যুতি চন্দ (অ্যাথলেটিক্স), মনপ্রীত সিং (হকি), বিনেশ ফোগাট (কুস্তি), সজন প্রকাশ (সাঁতার), দীপিকা কুমারী এবং প্রবীণ যাদব (তীরন্দাজ), আশীষ কুমার (বক্সিং), মণিকা বাত্রা এবং অচন্ত শরৎ কমলের (টেবিল টেনিস) মতো খেলোয়াড়রা অংশ নিয়েছিলেন। টোকিও অলিম্পিক চলবে ২৩ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত। ভারতের প্রথম দল আগামী ১৭ জুলাই রওনা হবে।