যশপাল শর্মার মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির

0
28

খাস খবর ডেস্ক: মঙ্গলবার প্রয়াত হলেন ১৯৮৩ সালের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য যশপাল শর্মা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মোদী প্রয়াত যশপাল শর্মাকে সতীর্থ, অনুরাগী এবং উদীয়মান ক্রিকেটারদের অনুপ্রেরণা হিসাবে বর্ণনা করেছেন। ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সসস্যের প্রয়াণে শোকাহত ভারতীয় ক্রিকেট।

মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, “শ্রী যশপাল শর্মা জি ১৯৮৩ সালের ঐতিহাসিক দল সহ ভারতীয় ক্রিকেট দলের খুব প্রিয় সদস্য ছিলেন। তিনি সতীর্থ, অনুরাগী পাশাপাশি উদীয়মান ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা ছিলেন। তার মৃত্যুতে আমি দুঃখিত। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা। ওঁম শান্তি।”

- Advertisement -

আরও পড়ুন: বলিউডে সৌরভের বায়োপিক: দাদার ‘দাদাগিরি’ পর্দায় ফুটিয়ে তুলবেন এই অভিনেতা

আরও পড়ুন: দুঃসংবাদ: প্রয়াত ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য যশপাল শর্মা

একই সঙ্গে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ টুইট করেছেন যে, “ক্রিকেটার যশপাল শর্মার মৃত্যুর কথা শুনে খুব খারাপ লাগছে। ১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপের মূল ম্যাচগুলির সময় তাঁর দুর্দান্ত পারফরম্যান্স ক্রিকেটের ইতিহাসে ভারতের অন্যতম বড় জয় পাইয়ে দিতে মূল ভূমিকা পালন করেছিল। তাঁর পরিবার, অনুরাগী এবং দলের সদস্যদের প্রতি আমার গভীর সমবেদনা।”

আরও পড়ুন: WI vs AUS: টি- ২০ ক্রিকেটে রেকর্ড গড়লেন ইউনিভার্সাল বস

উল্লেখ্য, যশপাল শর্মা ভারতের হয়ে মোট ৩৭ টি টেস্ট এবং ৪২ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। টেস্টে মোট ১৬০৬ রান রয়েছে তাঁর ঝুলিতে। অন্যদিকে একটি করে টেস্ট ও ওয়ানডে উইকেটও পেয়েছিলেন তিনি। যশপাল শর্মা লর্ডসের মাঠে ২ আগস্ট ১৯৮৯ সালে তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন। ১৯৮৩ বিশ্বকাপে ৩৪.২৮ গড়ে ২৪০ রান করেন তিনি। বিশ্বকাপের প্রথম ম্যাচে শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮৯ রান করেছিলেন তিনি।