OnThisDay: বৃষ্টির কারণে শুরু হয়েছিল, আজ ৫১ বছরে পা দিল ওয়ানডে ক্রিকেট

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম ম্যান অব দ্য ম্যাচের শিরোপা জিতেছিলেন ইংল্যান্ডের জন এডরিচ। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন জন এডরিচ।

0
75
Cricket during Durga Puja season, series vs South Africa and Australia

খাস খবর ডেস্ক: ক্রিকেট মানেই শুধু ব্যাট বলের খেলা নয়, ক্রিকেটের দীর্ঘ ইতিহাস রয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটের তিনটি ফরম্যাট রয়েছে- টেস্ট, ওয়ানডে বা ওডিআই এবং টি -২০। আজ ওয়ানডে ক্রিকেটের ৫১ বছর পূর্ণ হল। প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলা হয়েছিল ১৯৭১ সালের ৫ জানুয়ারি। কিন্তু জানেন কি ক্রিকেট ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ওয়ানডে কোন কোন দেশের মধ্যে কোথায় এবং কিভাবে খেলা হয়েছিল? বলে রাখা ভালো, ১৯৭১ সালের ৫ জানুয়ারি ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলা হয়েছিল।

অস্ট্রেলিয়ার ঐতিহাসিক মাঠে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এই ম্যাচটি আয়োজন করা হয়েছিল। বর্তমানে ওয়ানডে ম্যাচ ৫০-৫০ ওভারের হয়। তবে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচের বিশেষ বিষয় হল এই ম্যাচটি ৪০-৪০ ওভারের ছিল। প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। তখন অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন বিল লরি। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪০ ওভারে ১৯০ রান তুলতে পেরেছিল ইংল্যান্ড দল। একই সময়ে ৪২ বল বাকি থাকতেই সেই লক্ষ্য তাড়া করে নেয় অস্ট্রেলিয়া।

- Advertisement -

আরও পড়ুন:  ফিট হয়ে গেলেন বিরাট, চোট নাকি দল থেকে বাদ দেওয়ার অজুহাত, উঠছে প্রশ্ন

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম ম্যান অব দ্য ম্যাচের শিরোপা জিতেছিলেন ইংল্যান্ডের জন এডরিচ। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন জন এডরিচ। ইংল্যান্ড দল অ্যাশেজ সিরিজের জন্য ১৯৭০ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় গিয়েছিল। এই সিরিজে ৭ টি ম্যাচ হওয়ার কথা ছিল। সিরিজের প্রথম ও দ্বিতীয় টেস্ট ম্যাচ ড্র হয়েছিল, যা ব্রিসবেন ও পার্থে খেলা হয়েছিল। ১৯৭০ সালের ৩১ ডিসেম্বর থেকে ১৯৭১ সালের ৫ জানুয়ারির মধ্যে তৃতীয় ম্যাচটি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে যায়।

আরও পড়ুন:  আইপিএলে লখনউ দলের নাম REMOVEATK, অভিনব প্রতিবাদ মেরিনার্সের

বর্তমানে টেস্ট ৫ দিনের হলেও সেই সময় ৬ দিনের টেস্ট ম্যাচ হত। যেখানে একদিন ছিল ‘রেস্ট ডে’। এই টেস্টের শেষ দিনে বৃষ্টি থেমে গেলে উভয় দলই সীমিত ওভারের ক্রিকেটের জন্য প্রস্তুত ছিল। এভাবে ক্রিকেটের একটি নতুন ফর্ম্যাট আবির্ভূত হয়, যা ওয়ানডে ম্যাচ নামে পরিচিত। এই ম্যাচ দেখতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রায় ৪৬ হাজার দর্শক হাজির ছিলেন।