আইপিএলে লখনউ দলের নাম REMOVEATK, অভিনব প্রতিবাদ মেরিনার্সের

0
1406

খাস খবর ডেস্ক: “Remove ATK”, “Break The Merger”— এসব কেবল আর নিছক স্লোগান নয়। মোহনবাগানী তথা বাঙালির অন্তরাত্মার অংশ-ই হয়ে গিয়েছে। ফলতঃ এবারে সঞ্জীব গোয়েঙ্কার আইপিএল দলকে ঘিরেও উঠল এই স্লোগান।

আরও পড়ুন: পন্থকে “নির্বোধ” বললেন গৌতম গম্ভীর

- Advertisement -

সম্প্রতি ৭০৯০ কোটি টাকায় আইপিএলে নতুন দল কিনেছেন গোয়াঙ্কা। যে দল প্রতিনিধিত্ব করতে চলেছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউ শহরের। দলের নাম এখনও ঠিক হয়নি। আর সে জন্যই টুইটারে সমর্থকদের একটি প্রস্তাব দেওয়া হয় ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে।

টুইট করা হয়, “ইতিহাসে এই প্রথমবার দর্শকরা রাখবেন দলের নাম। লখনউ দলের নামকরণের অধিকার আপনাদের। আসুন, নামকরণ করে নাম কামান। আসুন, শুরু করি এই খেলা।”

এখানেই নিজেদের খেল দেখিয়ে দেন খাঁটি মেরিনাররা। দলের নামকরণের জন্য যে ওয়েবসাইটের লিংক কর্তৃপক্ষের তরফে দেওয়া হয়েছিল। সেখানে গিয়ে হ্যাশট্যাগ সহযোগে “REMOVE ATK” লিখে আসতে থাকেন একের পর এক মোহনবাগান সমর্থক।

আরও পড়ুন: কার কারণে করোনা আক্রান্ত মেসি, মুখ খুললেন অভিযুক্ত ডিজে

সবে মঙ্গলবারই রটে গিয়েছিল যে মোহনবাগানের আগে আর থাকবে না ATK। কারণ হিসেবে এই আইপিএল দলের যুক্তি-ই দেখানো হয়। যেহেতু সমস্ত দলই একই RPSG সংস্থার অধীনে, তাই এবার থেকে RPSG র ব্যানারেই সব দল খেলবে। কিন্তু এরপরই অস্বীকার করা হয় সে কথা। গোয়েঙ্কা গোষ্ঠী সরাসরি জানিয়ে দেয় যে মোহনবাগানের আগে কোনমতেই সরছে না ATK। কার্যত সে প্রেক্ষিতেই এ প্রতিবাদ।