ফিট হয়ে গেলেন বিরাট, চোট নাকি দল থেকে বাদ দেওয়ার অজুহাত, উঠছে প্রশ্ন

0
602

জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বিরাট কোহলিকে ছাড়াই মাঠে নেমেছে ভারত। টেস্ট অধিনায়ক বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলমান জোহানেসবার্গ টেস্টে খেলছেন না। তবে ম্যাচ চলাকালীন তিনি ক্রমাগত ক্যামেরায় ধরা পড়ছেন। জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিন শুরুর আগে বিরাটকে অনুশীলন করতে দেখা গিয়েছে। পিঠের সমস্যার কারণে ম্যাচের বাইরে থাকা কোহলি এখন ফিট। ভারতীয় ক্রিকেট দল ও কোহলি ফ্যানদের জন্য ইতিবাচক খবর।

আগামী সপ্তাহে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ও শেষ টেস্ট খেলবে ভারত। সেই সময় বিরাট ফিট থাকবেন বলে আশা করা হচ্ছে। অনুশীলনের সময় ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়কে বিরাটের সঙ্গে দেখা গিয়েছে। এর আগেও বিরাটকে ম্যাচ চলাকালীন বেশ কয়েকবার বাউন্ডারি লাইনের কাছে ড্রেসিংরুম থেকে খেলোয়াড়দের উৎসাহ দিতে দেখা গিয়েছে। তবে নেট দুনিয়ায় গুজব ছড়িয়েছিল যে, আদৌ কি বিরাটের চোট ছিল? নাকি খারাপ ফর্মে থাকায় চোটের অজুহাতে বিরাটকে দল থেকে বাদ দেওয়া হল।

- Advertisement -

আরও পড়ুন: ISL: বেঙ্গালুরুর বিরুদ্ধে বিশ্রী ভুলের পরও নরম সুর কোচ রেনেডির

বিরাটের বদলে মিডল অর্ডারে দলে এসেছেন হনুমা বিহারী। ম্যাচের কথা বলতে গেলে, বর্তমানে ভারত ২০০ রানের উপরে লিড নিয়েছে। সেঞ্চুরিয়ান টেস্ট ভারত ১১৩ রানে জিতেছিল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে আজ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। এমন পরিস্থিতিতে জোহানেসবার্গ টেস্ট জিতে ইতিহাস গড়ার দিকে নজর থাকবে দলের। এই ম্যাচে কেএল রাহুল ভারতের অধিনায়কত্ব করছেন।