On This Day : অলিম্পিকে স্বর্ণপদক জেতার অপরাধে হত্যা করা হয়েছিল কোচকে

0
17
on this day 2 july 2022 gerrit clerkoper

শান্তি রায়চৌধুরী: এ মাসের বিশ্ব ক্রীড়াঙ্গনের উল্লেখযোগ্য দিনগুলোয় থাকছে সেরা সব ক্রীড়াব্যক্তিত্বকে নিয়ে, যাঁরা এই দিনটিতে পৃথিবীর আলো দেখেছেন, আবার কেউ হারিয়ে গেছেন আমাদের কাছ থেকে। তাছাড়া থাকছে ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনাও।

মর্মান্তিক ঘটনা:

- Advertisement -

**১৯৪৩ সালের এই দিনটিতে জিমন্যাস্টিক্স হল্যান্ড মহিলা দলের কোচ গেরিট ক্লীরকপারকে ১৯২৮ সালের অলিম্পিকে স্বর্ণপদক জেতার অপরাধে পোল্যান্ডের সবিবর বন্দী শিবিরে হত্যা করা হয়।

**১৯৯৪ সালের এই দিনটিতে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে আন্দ্রেস এস্কোবারের আত্মঘাতী গোলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় কলম্বিয়া। তার এই অপরাধের জন্য তাকে গুলি করে হত্যা করা হয়! দেশে ফেরার পর এক আত্মঘাতীর গুলিতে প্রাণ হারাতে হয় তাকে। বিশ্বকাপে এই মর্মান্তিক দুর্ঘটনা প্রথম।