ধোনি-সাক্ষীর জীবনে নতুন সদস্যের আগমন

0
605

মুম্বই: দেশজুড়ে ভয়াবহ আকার নিচ্ছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রামকের সংখ্যা৷ পরিস্থিতির অবনতি হচ্ছে প্রতিদিন। করোনা সঙ্কটে এখন গোটা দেশ ভীত সন্ত্রস্ত। ঠিক তখনই মহেন্দ্র সিং ধোনির পরিবারে এল আনন্দের খবর।

ফিরে এল খুশির মেজাজ। তবে এই সুখরটি দেন স্ত্রী সাক্ষী। তিনিই জানান নতুন এক সদস্যের আগমনের খবর। যার ফলে পুরো বাড়ির মেজাজই বদলে গিয়েছে। কিছুদিন আগেই ধোনির মা-বাবা করোনায় আক্রান্ত হন এমনকি তাঁদের হাসপাতালেও ভরতি করতে হয়েছিল। এখন অবশ্য হাসপাতাল থেকে ফিরে তাঁরা বাড়িতেই পুরো সুস্থ অবস্থায় রয়েছেন।

- Advertisement -

তখন ওই কঠিন সময়ে ধোনি চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলতে ব্যস্ত ছিলেন। ফলে বাড়ির লোকেরা সেই সময়ে আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছেন। আর সেই আতঙ্কের দিন কাটিয়ে এবার ধোনির পরিবারে কিছুটা শান্তি এবং আনন্দের রেশ দেখা পাওয়া গিয়েছে চেতকের হাত ধরে।

চেতক হলে একটি ঘোড়া। কালো রঙের এই ঘোড়াটিই ক্রিকেটারের বাড়ির নতুন সদস্য। সম্প্রতি তাঁকে আনা হয়েছে। আর তারপরেই সাক্ষী ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, নতুন সদস্যের সঙ্গে বাড়ির বাকি পোষ্যরা আলাপ করার চেষ্টা করছে। খুবই মজার মিষ্টি একটি ভিডিয়ো। নতুন পোষ্যকে নিয়েই এখন ব্যস্ত ধোনির পরিবার।

এ দিকে করোনার জেরেই আইপিএল স্থগিত করে দিতে বাধ্য হয়েছে বিসিসিআই। আইপিএল টিমগুলির উপর করোনা যে ভাবে থাবা বসিয়েছিল, তার জেরেই একের পর এক ম্যাচ বাতিল হয়ে যেতে শুরু করেছিল। স্বভাবতই টুর্নামেন্ট এগিয়ে নিয়ে যাওয়াটাই অসম্ভব হয় পড়েছিল। সেই কারণেই আইপিএল বাতিল করা সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বিসিসিআই।