রাজ্য পুলিশের ডিজি-র পদে ফিরিয়ে আনা হল বীরেন্দ্রকে

এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম

0
602
Picture Courtesy: Facebook @Bankura District Police

কলকাতা: নির্বাচনের আদর্শ আচরণবিধি জারি হওয়ার পর একের পর এক পুলিশ আধিকারিককে বদলি করেছে কমিশন৷ভোটের ফল ঘোষণার পর ওই আচরণবিধি তুলে নিয়েছে নির্বাচন কমিশন৷ বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন৷ তারপর নবান্নে ফিরেই রাজ্য পুলিশের ডিজি-এডিজি আইনশৃঙ্খলা পদে বীরেন্দ্র ও জাভেদ শামিমকে পুনর্বহাল করলেন তিনি৷

উল্লেখ্য, ভোটের মুখে এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিমকে পদ থেকে সরানো হয়। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় সি জগমোহনকে। ডিজি বিরেন্দ্র কে সরিয়ে তার জায়গায় নীরজয়ন পান্ডেকে আনা হয়েছিল৷বুধবার নবান্নে ফিরেই বীরেন্দ্র ও জাভেদ শামিমকে পুনর্বহাল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

- Advertisement -

শপথগ্রহণের পর মমতা বলেন,”ডিজি হয়েছেন পুরনো ডিজি বীরেন্দ্রর। তাঁর মে মাসে রিটায়ারমেন্ট আছে। সুতরাং কয়েকদিনের জন্য তাঁকে ফিরিয়ে দিলাম। জাভেদ ছিল এডিজি আইনশৃঙ্খলা। তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে। যিনি ডিজি ছিলেন তাঁকে ফায়ার সার্ভিসের দায়িত্ব দিচ্ছি। আর এডিজি আইনশৃঙ্খলাকে সিভিল ডিফেন্সে পাঠানো হচ্ছে।”

রাজ্যের হিংসার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন,গত তিন মাস আইন-শৃঙ্খলার ব্যবস্থা নির্বাচন কমিশনের হাতে ছিল। বিজেপি যেখানে জিতেছে সেখানেই অত্যাচারের ঘটনা বেশি হচ্ছে। এই ঘটনাগুলি বন্ধে পুলিশ সুপার ও জেলাশাসককে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

ডিজি-এডিজি আইনশৃঙ্খলা পদ এর পর পূর্ণেন্দুকে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক হিসেবে নিয়ে আসা হয়েছে। পূর্ণেন্দু এর আগে ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশনের সচিব ছিলেন। অন্য দিকে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক স্মিতাকে ওয়েবল-এর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিয়োগ করা হয়েছে।

এছাড়া বদলি করা হয়েছে পুরুলিয়ার জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায়কেও। তাঁকে পাঠানো হয়েছে কম্পালসরি ওয়েটিংয়ে। তাঁর জায়গায় নতুন জেলাশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে রাহুল মজুমদারকে।