অলিম্পিকে পদক জিতলেই আজীবন ফ্রি সিনেমার টিকিট, ঘোষণা মাল্টিপ্লেক্স সংস্থার

0
75

খাস খবর ডেস্ক: গোটা দেশের নজর এখন টোকিও অলিম্পিকে। দেশের হয়ে লড়ছেন ভারতীয় ক্রীড়াবিদরা। কেউ জয় পাচ্ছেন, তো কারোর আবার পদক জেতার স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে। পদক জিতে আসা ভারতীয় ক্রীড়াবিদদের জন্য নগদ পুরস্কার ঘোষণা করেছিল প্রত্যেকটি রাজ্য সরকার। এরই মধ্যে পদক জেতা ক্রীড়াবিদদের জন্য মাল্টিপ্লেক্স সংস্থা আইনক্স একটি বড় ঘোষণা করেছে। দেশের সিনেমা সংস্থা আইনক্স জানিয়েছে যে, টোকিও অলিম্পিকে মেডেল জিতে ফেরা খেলোয়াড়দের আজীবন বিনামূল্যে সিনেমার টিকিট দেওয়া হবে।

সংস্থাটি আরও জানিয়েছে যে, ভারতীয় পদক বিজয়ীদের পাশাপাশি টোকিও অলিম্পিকে অংশ নেওয়া খেলোয়াড়দেরও আগামী এক বছরের জন্য বিনামূল্যে সিনেমার টিকিট দেওয়া হবে। আইনক্স টুইটারে জানিয়েছে, “টোকিও অলিম্পিক ২০২০ তে গ্লোয়িং স্টার স্পার্কলস-এ টিম ইন্ডিয়ার সমস্ত প্রচেষ্টা নিয়ে আইনক্স খুব গর্বিত। আমরা সমস্ত পদকজয়ীদের আজীবন বিনামূল্যে সিনেমার টিকিট দেওয়ার ঘোষণা করতে পেরে আনন্দিত। টোকিও অলিম্পিকে অংশ নেওয়া অন্যান্য ক্রীড়াবিদদেরও আগামী এক বছরের জন্য বিনামূল্যে সিনেমার টিকিট দেওয়া হবে।”

- Advertisement -

আরও পড়ুন: কোচকে অপমান, মণিকা বাত্রার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে টিটিএফআই

আরও পড়ুন: IND vs SL: অন্য হোটেলে ক্রুনাল, দ্বিতীয় টি- ২০ তে এমন হতে পারে ভারতের প্রথম একাদশ

উল্লেখ্য, টোকিও অলিম্পিকের দ্বিতীয় দিনে ভারতের তারকা মহিলা কুস্তিগীর মীরাবাঈ চানু ভারোত্তোলক বিভাগকে ভারতকে রৌপ্যপদক এনে দেন। তার জয়ের পরে মীরাবাঈ চানুকে আজীবন ফ্রি পিজ্জা দেওয়ার ঘোষণা করেছিল বিখ্যাত সংস্থা ডোমিনোস। মঙ্গলবার মীরাবাঈ চানু এই উপহারের জন্য ডোমিনোস ইন্ডিয়াকে ধন্যবাদ জানিয়েছেন। মীরাবাঈ এই বড় জয়ের পরে একটি সাক্ষাত্কারে পিজ্জা খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তার এই ইচ্ছা পূরণ করেছে বিখ্যাত পিজ্জা সংস্থা ডোমিনোস। এবার ডোমিনোসের সঙ্গে যোগ দিল আইনক্সও, সবটাই ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্যের উপর নির্ভর করছে।