প্রকাশ্যে এল আদৃতের সঙ্গে তাঁর প্রেমিকার ছবি

0
370

এন্টারটেইনমেন্ট ডেস্ক: পর্দায় সিদ্ধার্থ মিঠাই এর বিয়ে নিয়ে যেমন তোলপাড় চলছে, তেমনই বাস্তবেও সিদ্ধার্থ অর্থাৎ আদৃত রায়ের বিয়ে ও প্রেমিকা নিয়ে নানান প্রশ্ন ঘুরছে দর্শকদের মনে। অবশেষে সে জল্পনার অবসান করলেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী।

মার্চ মাসে ছিল অনামিকার জন্মদিন, সে জন্মদিনের একটি বিশেষ ছবি প্রকাশ্যে আনলেন অনামিকা, যেখানে অনামিকার পাশে দাঁড়িয়ে রয়েছেন তার প্রেমিক উদয় প্রতাপ সিং অন্যদিকে আদৃত এবং তাঁর বহুচর্চিত প্রেমিকা সুপ্রিয়া মন্ডল। সাম্প্রতিক সময়ে সুপ্রিয়া এবং আদৃত এর ছবি এতদিন দেখা যায় নি। আদৃতের বিভিন্ন ফ্যানপেজে আদৃত সুস্মিতার পুরোনো একটি ছবি ভাইরাল হলেও বর্তমান সময়ের একটি ছবি অবশেষে দেখা গেল অনামিকার সোশ্যাল মিডিয়ায়।

তারা চারজন খুব ভালো বন্ধু, কারণ অনামিকা এই ছবি পোস্ট করে লিখেছেন তাঁর এক্সটেন্ডেড ফামিলি। এই বছরের জন্মদিন কে স্পেশাল করে তুলেছিলেন উদয় আদৃত এবং সুপ্রিয়া সেটাও জানাতে ভোলেননি অনামিকা। শোনা গেছে শুটিং এর মাঝে বা শুটিং এর পরেও একসঙ্গে অনেকটা সময় কাটান এই চার বন্ধু। যদিও আদৃত এখনো নিজের মুখে জানাননি সুপ্রিয়া তাঁর প্রেমিকা, কিন্তু সুপ্রিয়া যে আদৃতের কাছের মানুষ তা ছবি দেখলেই বেশ বোঝা যায়। বিয়ে নিয়েও কোনো মন্তব্য করতে চাননি আদৃত।

যদিও একটি বিশেষ সংবাদপত্রের মাধ্যমে জানানো হয়েছে, নভেম্বর মাসেই তাঁর দশ বছরের বান্ধবী সুপ্রিয়া সঙ্গে বিয়ে করছেন আদৃত রায়। এই ছবি বেশ আগে তোলা হলো এতদিন পর পোস্ট করেন অনামিকা। সোশ্যাল মিডিয়ায় আদৃত এবং সুপ্রিয়ার ছবি সামনে আসতেই মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। উদয় অনামিকা আদৃত এবং সুপ্রিয়ার বন্ধুত্ব এমনই অটুট থাকুক, টিম খাসখবরের পক্ষ থেকে তাদের এই বন্ধুত্ব এবং আদৃত ও সুপ্রিয়ার আগামী জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা।

- Advertisement -