প্রয়াত জাতীয় গোলকিপারের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির আয়োজন মোহনবাগান ফ্যান ক্লাবের

0
130

হুগলি: এই বছর প্রজাতন্ত্র দিবসের দিন অর্থাৎ ২৬ জানুয়ারি প্রয়াত হয়েছিলেন দিন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন গোলকিপার প্রশান্ত ডোরা। জাতীয় ক্রীড়ামহলে শোকের ছায়া পড়েছিল। দুরারোগ্য ব্যাধি এইচএলএইচ -তে আক্রান্ত হয়ে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৪ বছর। তবে ময়দানের ফুটবল প্রেমীরা কখনোই ভোলেন না তাদের প্রিয় দলের ফুটবলারদের।

রবিবার ভারতের প্রয়াত প্রাক্তন গোলকিপার স্বর্গীয় প্রশান্ত ডোরার স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা করেছিল এক মোহনবাগান ফ্যানস ক্লাব। হুগলি জেলার ‘বৈদ্যবাটি শেওড়াফুলির রঙ সবুজ মেরুনের’ পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এই শিবিরের। কোভিড প্রোটোকল মেনে ৫০ জনের অধিক লোকসংখ্যা না নিয়েই এই অনুষ্ঠান আয়োজন করে তারা। তার মধ্যে ৪৮ জন রক্ত দিতে পেরেছেন।

- Advertisement -

আরও পড়ুন: অধিনায়ক হওয়ার পরে কীভাবে বদলে গেলেন বিরাট, জানালেন যুবি

আরও পড়ুন: টোকিও অলিম্পিকে ভারতের পূর্ণ সূচী প্রকাশিত, দেখে নিন তীরন্দাজ ও অ্যাথলেটিক্সরা কবে নামবেন

প্রথমে প্রশান্ত ডোরা, অমর একাদশ ও সদ্য প্রয়াত কনিষ্ঠ সদস্য সৌরিশ দাসের প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ, প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠান শুরু হয়। ফুটবলারের স্মৃতি রোমন্থন ও এক মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান।৷ উপস্থিত ছিলেন প্রশান্ত ডোরার স্ত্রী সৌমি ডোরা ও তার পরিবার। সেই সঙ্গে ছিলেন প্রাক্তন ফিফা রেফারি গোপীনাথ পাইন, বর্ষীয়ান দক্ষ্য ক্রীড়া প্রশাসক সৌমেন ঘোষ এবং সংগঠনের সভাপতি ড: সুপ্রিম সাধুখা।