টোকিও অলিম্পিকে ভারতের পূর্ণ সূচী প্রকাশিত, দেখে নিন তীরন্দাজ ও অ্যাথলেটিক্সরা কবে নামবেন

0
48
Tokyo Olympics: Team India's full schedule revealed, know here when Archery and Athletes play

খাস খবর ডেস্ক: টোকিও অলিম্পিক গেমস শুরু হতে আর মাত্র দুই দিন বাকি রয়েছে। এমন পরিস্থিতিতে সম্প্রতি ভারতীয় অ্যাথলিটদের দল টোকিওতে পৌঁছেছে এবং কিছু খেলোয়াড় বিদেশে প্রশিক্ষণ শেষে সরাসরি গেমস ভিলেজে পৌঁছে গিয়েছেন। এবার ভারতের ১২৭ জন খেলোয়াড় অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছেন। সর্বশেষ ২০১৬ সালের রিও অলিম্পিকে দেশ থেকে ১১৭ জন খেলোয়াড় যোগ্যতা অর্জন করেছিলেন। ভারত এই বছর তাদের অলিম্পিক অংশগ্রহণের শতবর্ষ উদযাপন করছে। আগামী ২৩ জুলাই থেকে শুরু হওয়া গেমসে ভারতীয় অ্যাথলিটদের সূচী প্রকাশ করা হয়েছে।

কোন সময় খেলবে আপনার প্রিয় খেলোয়াড়? কবে খেলতে নামবেন দীপিকা কুমারী, দ্যুতি চন্দের মতো তারকা ক্রীড়াবিদরা। দেখে নিন তীরন্দাজি ও অ্যাথলেটিক্সদের সমস্ত সময়সূচী।

- Advertisement -

তীরন্দাজির সূচী:

২৩ জুলাই, সকাল সাড়ে ৫ টা: মহিলাদের ব্যক্তিগত যোগ্যতার রাউন্ড (দীপিকা কুমারী)
সকাল সাড়ে ৯ টা: পুরুষদের ব্যক্তিগত যোগ্যতার রাউন্ড (অতনু দাস, প্রবীণ যাদব, তরুনদীপ রায়)

২৪ জুলাই, সকাল ৬ টায়: মিক্সড টিম এলিমিনেশন (অতনু দাস, দীপিকা কুমারী)

আরও পড়ুন: করোনাকে জয় করেই হবে টোকিও অলিম্পিক, প্রকাশিত নয়া মূলমন্ত্র

২৬ জুলাই, সকাল ৬ টায়: পুরুষদের দল এলিমিনেশন (অতনু দাস, প্রবীণ যাদব, তরুনদীপ রায়)

২৭ জুলাই থেকে ৩১ জুলাই, সকাল ৬ টায়: পুরুষ এবং মহিলা ব্যক্তিগত এলিমিনেশন
দুপুর ১ টায়: পদক জেতার ম্যাচ

অ্যাথলেটিক্সদের সময়সূচী

৩০ জুলাই

সকাল সাড়ে ৫ টায়: পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেস হিট (অবিনাশ সেবল)
সকাল ৭ টা ২৫ মিনিট: পুরুষদের ৪০০ মিটার বাধা রাউন্ড ১ হিট (এমপি জাবির)
সকাল ৮ টা ১০ মিনিটে: মহিলাদের ১০০ মিটার রাউন্ড ১ হিট (দ্যুতি চন্দ)
বিকেল টা: মিক্সড ৪*৪০০ মিটার রিলে রাউন্ড ১ হিট (অ্যালেক্স অ্যান্টনি, সার্থক ভম্বরী, রেবতি বীরমণি, সুভা ভেঙ্কটেসন)

৩১ জুলাই

সকাল ৬ টায়: মহিলাদের ডিস্কাস নিক্ষেপ – যোগ্যতা (সীমা পুনিয়া, কমলপ্রীত কৌর)
দুপুর ৩ টে ৪০ মিনিট: পুরুষদের লং জাম্পের যোগ্যতা (এম শ্রীশঙ্কর)
৩ টে ৪৫ মিনিট: মহিলাদের ১০০ মিটার সেমিফাইনাল (দ্যুতি চাঁদ – যদি যোগ্যতা অর্জন করেন)
বিকেল ৬ টা ৫ মিনিট: মিক্সড ৪*৪০০ মিটার রিলে ফাইনাল (অ্যালেক্স অ্যান্টনি, সার্থক ভম্বরী, রেবতি বীরমণি, সুভা ভেঙ্কটেসান – যোগ্যতা অর্জন করলে)

আরও পড়ুন: যৌনতা আটকাতে এই উপায় খুঁজে পেল টোকিও অলিম্পিক্সের আয়োজক

১ আগস্ট
বিকেল ৫ টা ৩৫ মিনিট: পুরুষদের ৪০০ মিটার বাধা সেমিফাইনাল (এমপি জাবির – যোগ্যতা অর্জন করলে)

২ আগস্ট
বিকেল ৬ টা ৫০ মিনিট: পুরুষদের হাই জাম্প ফাইনাল (এম শ্রীশঙ্কর – যোগ্যতা অর্জন করলে)
সকাল ৭ টা: মহিলাদের ২০০ মিটার রাউন্ড ১ হিট (দ্যুতি চন্দ)
বিকেল ৩ টে ৫৫ মিনিট: মহিলাদের ২০০ মিটার সেমিফাইনাল (দ্যুতি চন্দ – যদি যোগ্যতা অর্জন করে)
বিকেল সাড়ে ৪ টা: মহিলা ডিস্কের ফাইনাল (সীমা পুনিয়া, কমলপ্রীত কৌর – যোগ্যতা অর্জন করলে)
বিকেল ৫ টা ৪৫ মিনিট: পুরুষদের ৩০০ মিটার স্টিপেলচেস ফাইনাল (অবিনাশ সাবল – যোগ্যতা অর্জন করলে)

আরও পড়ুন: কাজে আসবে না অলিম্পিকের ‘অ্যান্টি সেক্স বেড’, প্রমাণ দেখালেন ক্রীড়াবিদ

৩ আগস্ট
সকাল ৫ টা ৫০ মিনিট: মহিলাদের ভর নিক্ষেপ যোগ্যতা (অন্নু রানী)
সকাল ৮ টা ৫০ মিনিট: পুরুষদের ৪০০ মিটার বাধা ফাইনাল (এমপি জবির – যোগ্যতা অর্জন করলে)
বিকেল ৩ টা ৪৫ মিনিটম: পুরুষদের শট পুট-কোয়ালিফিকেশন (তাজিন্দর সিং টুর)
সন্ধ্যা ৬ টা ২০ মিনিট: মহিলাদের ২০০ মিটার ফাইনাল (দ্যুতি চাঁদ – যোগ্যতা অর্জন করলে)

৪ আগস্ট
সকাল ৫ টা ৩৫ মিনিট: পুরুষদের জ্যাভেলিন নিক্ষেপ – যোগ্যতা (নীরজ চোপড়া, শিবপাল সিং)

Tokyo Olympics 2020

৫ আগস্ট
সকাল ৭ টা ৩৫ মিনিট: পুরুষদের শট পুট ফাইনাল (তাজিন্দর সিং তুর- যোগ্যতা অর্জন করলে)
দুপুর ১ টা: পুরুষদের ২০ কিলোমিটার রেস ওয়াক ফাইনাল (কেটি ইরফান, সন্দীপ কুমার, রাহুল রোহিলা)

৬ আগস্ট
দুপুর ২ টো: পুরুষদের ৫০ কিমি রেস ওয়াক ফাইনাল (গুরুপ্রীত সিং)
দুপুর ১ টা: মহিলাদের ২০ কিমি রেস ওয়াক ফাইনাল (ভাবনা জাট, প্রিয়াঙ্কা গোস্বামী)

আরও পড়ুন: অধিনায়ক হওয়ার পরে কীভাবে বদলে গেলেন বিরাট, জানালেন যুবি

বিকেল ৪ টা ৫৫ মিনিট: পুরুষদের ৪*৪০০ মিটার রিলে রাউন্ড ১ হিট গোল (আমোজ জ্যাকব, আরোকিয়া রাজীব, নোয়া নির্মল টম, মহম্মদ আনাস ইয়াহিয়া)
সন্ধ্যা ৬ টা ২০ মিনিট: মহিলাদের ভর নিক্ষেপের ফাইনাল (অন্নু রানী – যোগ্যতা অর্জন করলে)

৭ আগস্ট
বিকেল সাড়ে ৪ টে: পুরুষদের জাভিলিন থ্রো ফাইনাল (নীরজ চোপড়া, শিবপাল সিং – যোগ্যতা অর্জন করলে)
সন্ধ্যা ৬ টা ২০ মিনিট: পুরুষদের ৪x৪০০ মিটার রিলে ফাইনাল (আমোজ জ্যাকব, আরোকিয়া রাজীব, নোয়া নির্মল টম, মহম্মদ আনাস ইয়াহিয়া – যোগ্যতা অর্জন করলে)