হার্দিক পাণ্ডিয়া অলরাউন্ডার নয়, প্রশ্ন তুললেন কপিল দেব

0
68

খাস খবর ডেস্ক: কপিল দেব, ভারতীয় ক্রিকেট ইতিহাসে সেরা অলরাউন্ডার। তাঁর অধিনায়কত্বে ভারত প্রথম বিশ্বকাপ জিতেছিল। সেই কপিল দেবই ভারতীয় ক্রিকেটে অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। কপিল প্রশ্ন করেন, হার্দিককে কীভাবে অলরাউন্ডার বলা যায় যদি সে একেবারেই বোলিং না করে। হার্দিক তার পিঠের অস্ত্রপচারের পর ক্রিকেট মাঠে ফিরে এসেছিলেন। এরপর থেকে খুব কম বোলিং করেছেন। হার্দিক এই বছর আইপিএলেও বোলিং করেননি। টি -২০ বিশ্বকাপের সময় তাকে খুব কমই বোলিং করতে দেখা গিয়েছে।

হার্দিক তার ফিটনেস সম্পর্কিত অনেক বিষয় প্রকাশ না করার জন্যও সমালোচিত হয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে টি -২০ সিরিজে দলে জায়গা পাননি তিনি। হার্দিককে নিয়ে কপিল দেব বলেছেন, “অলরাউন্ডার বলতে তাকে দুটো জিনিসই করতে হবে। বোলিং না করলে তাকে কি অলরাউন্ডার বলা হবে? সে চোট থেকে সেরে উঠেছে, তাই তাকে আগে বল করতে দিন। সে ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। বোলিং করতে ও ভালো পারফর্ম করতে তাকে অনেক ম্যাচ খেলতে হবে।”

- Advertisement -

আরও পড়ুন: “পরের জন্মে ফুটবলার হয়ে প্রতিশোধ নেব”, আত্মঘাতী মোহন সমর্থকের সুইসাইড নোট

এছাড়াও কপিল দেব নয়া কোচ দ্রাবিড়কে নিয়ে বলেন, “সে একজন ভালো মানুষ এবং একজন ভালো ক্রিকেটারও। একজন ক্রিকেটার হিসেবে যতটা সফল তার থেকেও বেশি সফল হবেন কোচ হিসেবে। তার প্রিয় অলরাউন্ডার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, কপিল রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার নাম দেন। আজকাল শুধু ক্রিকেট উপভোগ করতে যাই। এটাই আমার কাজ। আমি আপনার দৃষ্টিকোণ থেকে দেখছি না। প্রিয় অলরাউন্ডার বলতে আমি অশ্বিনের নাম নেব। তিনি দুর্দান্ত, জাদেজাও একজন দুর্দান্ত ক্রিকেটার কিন্তু তার ব্যাটিং উন্নত হয়েছে এবং বোলিং খারাপ হয়েছে।”