Sachin Tendulkar: স্ত্রীর জন্মদিন পালন করে শচীনের জিন্সের বোতাম কমজোর

0
90

খাস খবর ডেস্ক: ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকর এখন হামেশাই সক্রিয় থাকেন সোশ্যাল মিডিয়ায়। তিনি কী করছেন, কোথায় যাচ্ছেন, কিভাবে উৎসব উপভোগ করছেন। সবকিছুই শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে। এদিনও শচীন নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পারিবারিক সময় কাটানোর সুন্দর ছবি শেয়ার করেছেন। শচীন তার পরিবারের সঙ্গে স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরের জন্মদিন পালন করছেন।

একটি জনপ্রিয় রেস্তোরাঁয় সুস্বাদু গুজরাটি থালি খাওয়ার খেলেন সপরিবার শচীন। সেই ছবি পোস্ট করেছেন তিনি। ৪৮ বছর বয়সী এই কিংবদন্তি ছবির ক্যাপশনে মজা করে লিখেছেন যে, সুস্বাদু খাবার খাওয়ার পরে তার জিন্সের বোতাম কমজোর হয়ে গিয়েছিল। শচীন তার গোটা পরিবার এবং মেয়ে সারা তেন্ডুলকর সহ বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে ছিলেন। তিনটি ছবি পোস্ট করেছেন তিনি। প্রথম ছবিতে, তাকে তার ফোন চেক করতে দেখা যাচ্ছে। যখন অন্যরা ডিনার টেবিলে আরামে বসে আছেন।

- Advertisement -

আরও পড়ুন: IPL 2022: সঞ্জু স্যামসন ও রাজস্থান রয়্যালসের মধ্যে সম্পর্কে ফাটল

 

View this post on Instagram

 

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar)

দ্বিতীয় ছবিতে, শচীন একটি গুজরাটি থালির ছবি পোস্ট করেছেন। তৃতীয় ছবিটি রেস্টুরেন্ট শ্রী ঠাকুর ভোজনালয়ের। ভারতের প্রাক্তন উইকেটকিপাদ পার্থিব প্যাটেলও ইনস্টাগ্রামে শচীনের ছবিগুলি দেখেছিলেন। তিনি মন্তব্য করেন যে, “পাজি গুজরাটি থালিকে কোনও কিছুই হারাতে পারবে না…”। উল্লেখ্য, গোটা পরিবারে মধ্যে ছিলেন না অর্জুন তেন্ডুলকর।