অপমানিত হয়েই ইস্টবেঙ্গলের কোচের পদ ছাড়তে চান সুজাতা কর

0
53

খাস খবর ওয়েব ডেস্ক : আর কয়েক দিন বাদে আহমেদাবাদে জাতীয় মহিলা লিগ খেলতে যাবে ইস্টবেঙ্গল। কিন্তু তার আগে বড়সড় ধাক্কা খেল লাল-হলুদের মেয়েরা। যা খবর, ইস্টবেঙ্গলের মহিলা দলের কোচের পদ ছাড়তে চাইছেন সুজাতা কর।

শোনা যাচ্ছে, যথাযথ সম্মান পাচ্ছেন না সুজাতা কর, এক প্রকার ব্রাত্য হিসেবে থাকছেন তিনি। যে কারণে পদত্যাগের চিঠি বুধবার রাতে পাঠিয়েছেন ক্লাবে।

- Advertisement -

তবে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে এখনও অবধি সুজাতা করের পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। ইস্টবেঙ্গলের তরফ থেকে অজিত ব্যানার্জি কথা বলেন সুজাতা করের সাথে। বৃহস্পতিবার এই নিয়ে সুজাতা করের সাথে কথা বলবে ইস্টবেঙ্গল ক্লাব।

সুজাতা করের হাত ধরেই কন্যাশ্রী কাপে চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। কিন্তু জাতীয় মহিলা লিগে নামার কয়েক দিন আগে ইস্টবেঙ্গলের হেড কোচের পদত্যাগ বড় ধাক্কা দেবে দলকে। আগামী ২৬ এপ্রিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গোকুলাম কেরালার বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল।