IPL 2023 Retention: নিলামের আগে কোন দলের পার্সে কত থাকল, দেখে নিন

0
147
IPL 2023 will return to its old form next year, announced BCCI Chief Sourav Ganguly

স্পোর্টস ডেস্ক: আইপিএলের আসন্ন মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দলই। ডিসেম্বরে অনুষ্ঠিত মিনি নিলামের আগে সমস্ত ফ্র্যাঞ্চাইজি তাদের রিটেন করা খেলোয়াড়দের তালিকা বিসিসিআইয়ের কাছে জমা দিয়েছে। দলগুলি ট্রান্সফার উইন্ডোর মাধ্যমে অনেক খেলোয়াড়কে তাদের স্কোয়াডে যুক্ত করেছে। একই সঙ্গে ব্যস্ততার কারণে আসন্ন আইপিএম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কয়েকজন খেলোয়াড়। কলকাতা নাইট রাইডার্সের তারকা বোলার প্যাট কামিন্সকে আসন্ন মরশুমে আইপিএল খেলতে দেখা যাবে না, অন্যদিকে কায়রন পোলার্ড আইপিএল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সবচেয়ে বড় খবর হল দুটি ফ্র্যাঞ্চাইজি আসন্ন মৌসুমের আগে তাদের অধিনায়ককে ছেড়ে দিয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদ কেন উইলিয়ামসনকে ছেড়ে দিয়েছে, এদিকে মায়াঙ্ক আগরওয়ালকে ছেড়ে দিয়েছে পাঞ্জাব কিংস। সিএসকে ডোয়েইন ব্র‍্যাভোকে ছেড়ে দিয়েছে। আগামী ২৩ ডিসেম্বর কোচিতে মিনি নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। একই সঙ্গে অতিরিক্ত ৫ কোটি টাকা খরচ করার স্বাধীনতা পাবে সব দল। দলগুলিকে পার্সে আরও ৫ কোটি টাকা যোগ করার অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ দলের মানিব্যাগে ৯০ কোটির বদলে ৯৫ কোটি টাকা হবে।

- Advertisement -

আরও পড়ুন: ভারতীয় দলে বড় ভূমিকায় আসতে পারেন ধোনি, আলোচনায় BCCI 

আইপিএল তাদের ১০ টি ফ্র্যাঞ্চাইজিকে ১৫ নভেম্বরের মধ্যে ধরে রাখা খেলোয়াড়দের তালিকা জমা দিতে বলেছিল। আইপিএল ২০২৩ -এর জন্য, দলগুলির দ্বারা খেলোয়াড়দের ধরে রাখার কোনও সীমা নেই, একটি দল যত খুশি খেলোয়াড় ধরে রাখতে পারে। চলুন দেখেনি, রিটেনের পর কোন ফ্রাঞ্চাইজির পকেটে কত বাঁচল –

সানরাইজার্স হায়দ্রাবাদ: ৪২.২৫ কোটি
পাঞ্জাব কিংস: ৩২.২ কোটি
লখনউ সুপার জায়ান্টস: ২৩.৩৫ কোটি
মুম্বই ইন্ডিয়ান্স: ২০.৫৫ কোটি
চেন্নাই সুপার কিংস: ২০.৪৫ কোটি
দিল্লি ক্যাপিটালস: ১৯.৪৫ কোটি
গুজরাট টাইটান্স: ১৯.২৫ কোটি
রাজস্থান রয়্যালস: ১৩.২ কোটি
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ৮.৭৫ কোটি
কলকাতা নাইট রাইডার্স: ৭.০৫ কোটি।