IPL 2022 Auction: হার্দিকের যোগ্য পরিবর্ত কী পেল মুম্বই ইন্ডিয়ান্স

0
40

স্পোর্টস ডেস্ক: আইপিএল নিলামের দ্বিতীয় দিনও সম্পূর্ণ। দলগঠনে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স পিছিয়ে নেই। জোফ্রা আর্চারের উপর প্রবলভাবে বিড করেছে মুম্বই ইন্ডিয়ান্স দল। ৮ কোটি টাকাতে তাকে দলে নিয়েছে মুম্বই। তবে এই মরশুমে আর্চার খেলবেন না বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স তাদের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার পরিবর্ত পেয়েছে। আইপিএল ২০২২ নিলামের দ্বিতীয় দিনে টিম ডেভিডের জন্য মুম্বই বিপুল পরিমাণ অর্থ খরচ করেছে।

আইপিএল ২০২২ মেগা নিলামে সিঙ্গাপুরে জন্মগ্রহণকারী ব্যাটসম্যান টিম ডেভিডকে মুম্বই ইন্ডিয়ান্স ৮.২৫ কোটি টাকায় কিনে নিয়েছে। টিম ডেভিডের বেস প্রাইস ছিল ৪০ লক্ষ টাকা। ডেভিড আইপিএলে মাত্র একটি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ১ রান করেছিলেন। দিল্লি ক্যাপিটালস টিম ডেভিডের জন্য শুরুতে বিড করেছিল। শীঘ্রই দুটি নতুন দল সহ কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস এই খেলোয়াড়কে পাওয়ার জন্য বিড করতে থাকে।

- Advertisement -

আরও পড়ুন: IPL 2022 Auction: কেমন হল নাইটদের দল, অধিনায়ক হওয়ার দৌড়ে কে

টিম ডেভিড একজন খুব সফল টি -২০ ব্যাটসম্যান। তিনি বিবিএল, পিএসএল এবং সিপিএলের মতো টি -২০ লিগে দুর্দান্ত পারফর্ম করেছেন। তিনি ১৪ টি -২০ ম্যাচ খেলে ৪৬.৫ গড়ে ৫৫৮ রান করেছেন। ১৫৮.৫ স্ট্রাইক রেট রয়েছে তার। মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল ২০২২ নিলামের আগে হার্দিক পাণ্ডিয়াকে ছেড়ে দিয়েছে। মুম্বই রোহিত শর্মা (১৬ কোটি), জসপ্রিত বুমরাহ (১২ কোটি), সূর্যকুমার যাদব (৮ কোটি) এবং কায়রন পোলার্ডকে (৬ কোটি) ধরে রেখেছে।