গাব্বায় গর্জন ইন্ডিয়ার, ধুয়ে সাফ প্রাক্তনদের ভবিষ্যতবাণী

0
129

খাসখবর স্পোর্টস ডেস্ক: গাব্বায় ইতিহাস গড়েছে টিম ইন্ডিয়া। শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে বর্ডার-গাওস্কর ট্রফি জিতে নিয়েছে অজিঙ্ক রাহানে, রোহিত শর্মারা। যা সফল হয়েছে দলের অনভিজ্ঞ খেলোয়াড়দের জন্যই। অথচ সিরিজের শুরুতেই প্রাক্তনদের সমালোচনার মুখে পরতে হয়েছিল টিম ইন্ডিয়া এবং দলের তরুণ খেলোয়াড়দের।

আরও পড়ুন গাব্বায় ইতিহাস গড়ল ইয়ং ইন্ডিয়া

- Advertisement -

সিরিজের মাঝপথেই দেশে ফিরেছিলেন ক্যাপ্টেন বিরাট কোহলি। দায়িত্ব পড়েছিল অজিঙ্ক রাহানের কাঁধে। অ্যাডিলেড টেস্টে ৩৬ রানের লজ্জ্বার স্কোরবোর্ড গড়ার পরেও চাপে পড়ে গিয়েছিল দল। প্রথম দিকে ছিলেন না রোহিত শর্মাও। ফলে স্বাভাবিকভাবে প্রাক্তন খেলোয়াড়দের তোপের মুখে পরতে হয় টিম ইন্ডিয়াকে। আজ গাব্বায় অসাধ্য সাধনের পর যাদের মুখে কুলুপ এঁটে দিয়েছে ‘ব্লিড ব্লু’র (পড়ুন হোয়াইট) তরুণ তুর্কীরা।

Australia v India: Rishabh Pant & Shubman Gill lead tourists to stunning series win - BBC Sport

দেখে নেওয়া যাক কোন খেলোয়াড় কি মন্তব্য করেছিলেন সিরিজের শুরুতে –

মিচেল ক্লার্ক (প্রাক্তন অস্ট্রেলিয় ক্যাপ্টেন): বিরাট কোহলি নেই। তার ওপর এই ব্যাটিং লাইন আপ নিয়ে গোটা সিরিজেই খারাপ পরিস্থিতিতে পরতে হবে ইন্ডিয়াকে।

রিকি পন্টিং (প্রাক্তন অস্ট্রেলিয় ক্যাপ্টেন): বিরাট না থাকায় ভারতকে হোয়াইটওয়্যাস করার মত সুযোগ অস্ট্রেলিয়া আর পাবে না। এই হারের পর (৩৬ রানে অলআউট) ভারতকে টেনে তোলার মত কেউ দলে নেই।

মার্ক ওয়া (প্রাক্তন অস্ট্রেলিয় ক্যাপ্টেন): চার টেস্টেই জিতবে অস্ট্রেলিয়া। ভারতের সিরিজে ফিরে আসার কোনও সুযোগই দেখতে পাচ্ছি না।

মাইকেল ভন (প্রাক্তন অস্ট্রেলিয় ক্যাপ্টেন): ভারত সিরিজে হোয়াইটওয়্যাস হবে। বিরাট না থাকায় এমনিতেই ব্যাকফুটে ভারত।