IND vs NZ: হরভজন সিংয়ের রেকর্ড ছুয়ে ফেললেন অশ্বিন

0
10618

খাস খবর ডেস্ক: কানপুরে ভারত ও নিউজিল্যান্ডের চলতি টেস্ট ম্যাচের চতুর্থ দিনে টেস্ট ক্রিকেটে আরও একটি কৃতিত্বের নাম করলেন রবিচন্দ্রন অশ্বিন। কিউই দলের দ্বিতীয় ইনিংসে উইল ইয়ং-এর উইকেট নিয়ে ভারতের কিংবদন্তি অফ-স্পিনার হরভজন সিংয়ের রেকর্ড ছুয়ে ফেললেন তিনি। অশ্বিন এবং হরভজন সিং টেস্ট ক্রিকেটে ৪১৭ টি উইকেট নিয়েছেন। কানপুর টেস্টের পঞ্চম দিনে হরভজন সিংয়ের রেকর্ড ভাঙার সুযোগ থাকবে অশ্বিনের কাছে। উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ভারত থেকে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারিদের মধ্যে তিন নম্বরে পৌঁছে যাবেন।

বর্তমানে হরভজন ও তিনি যৌথভাবে তিন নম্বরে রয়েছেন। ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে রয়েছেন অনিল কুম্বলে। ১৩২ টি টেস্ট ম্যাচে তার ৬১৯ টি উইকেট রয়েছে। এরপর দুই নম্বরে রয়েছেন কপিল দেব। ১৩১ টি ম্যাচে তার ঝুলিতে রয়েছে ৪৩৪ টি উইকেট। প্রথম ইনিংসে তিন উইকেট নিয়েছিলেন অশ্বিন। এর ফলে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের ওয়াসিম আক্রমকে পেছনে ফেলেছেন তিনি। টেস্টে আক্রমের উইকেট রয়েছে ৪১৪ টি।

- Advertisement -

আরও পড়ুন: IPL 2022: মেগা নিলামের বড় সিদ্ধান্ত নিতে পারে পাঞ্জাব কিংস

এছাড়াও শনিবার অশ্বিন ২০২১ সালে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারীও হয়েছেন। পাকিস্তানের পেস বোলার শাহীন শাহ আফ্রিদিকে পিছনে ফেলে এই কীর্তি করলেন তিনি। এই বছর অশ্বিন মোট ৪২ টি উইকেট নিয়েছেন। ম্যাচের কথা বললে, ভারত জয় থেকে নয় উইকেট দূরে। ২৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের খেলা শেষে কিউই দলের স্কোর এক উইকেট হারিয়ে ৪ রান।