IND vs AUS: লাইভ স্কোর ফাঁস, নাগপুর স্টেডিয়াম থেকেই গ্রেফতার চার জুয়াড়ি

0
39
ind-vs-aus-four-bookies-arrested-from-nagpur-stadium-during-india-australia-test-were-leaking-live-scores

স্পোর্টস ডেস্ক: নাগপুরে চলছে ভারত অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট। এই টেস্ট ম্যাচ চলাকালীনই নাগপুর থেকে গ্রেফতার হল চার ক্রিকেট জুয়াড়ি। নাগপুর পুলিশের ক্রাইম ব্রাঞ্চ শুক্রবার বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ভিসিএ) জামথা স্টেডিয়াম থেকে চার অভিযুক্ত ক্রিকেট জুয়াড়িকে গ্রেফতার করেছে। পুলিশের এক কর্মকর্তা বলেছেন যে, অভিযুক্তরা মাঠের প্রকৃত ঘটনা এবং তাদের লাইভ টেলিকাস্টের মধ্যে স্বল্প সময়ের ব্যবধানকে কাজে লাগিয়ে স্টেডিয়ামের বাইরে থেকে পান্টারদের কাছে ম্যাচের তথ্য শেয়ার করছিল।

স্টেডিয়ামে লাইভ টেলিকাস্ট এবং লাইভ ম্যাচের সময়ের মধ্যে কয়েক সেকেন্ডের পার্থক্য রয়েছে। এই জুয়াড়িরা সেই তথ্য ফাঁস করছিল। তিনি বলেন, “গ্রেফতার হওয়া চারজন জুয়াড়ি মুম্বই, ভান্ডারা ও নাগপুরের বাসিন্দা।” পুলিশ কর্মকর্তা জানান, অভিযুক্তের বিরুদ্ধে হিংনা থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। ম্যাচের কথা বলতে গেলে, দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ভারত প্রথম ইনিংসে ৪০০ রান করেছে। অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ১৭৭ রান করে।

- Advertisement -

আরও পড়ুন: নাগপুরের মাঠে অভিষেক হলেই অন্ততঃ ৭ উইকেট নেন অস্ট্রেলিয়ার অফস্পিনাররা

কেএল রাহুল (২০), চেতেশ্বর পূজারা (৭), বিরাট কোহলি (১২), রবিচন্দ্রন অশ্বিন (২৩), সূর্যকুমার যাদব (৪) এবং শ্রীকর ভরত (৪) ভারতের হয়ে ভালো ব্যাট করতে পারেননি। অধিনায়ক রোহিত শর্মা খেলেছেন ১২০ রানের ইনিংস। দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ৭০ এবং অক্ষর প্যাটেল ৮৪ রান করে ভারতকে বড় রানে পৌঁছে দেন। এছাড়াও মহম্মদ শামি ৩৭ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে সাত উইকেট নিয়েছেন অভিষেককারী অফ স্পিনার মারফি।