দুই প্রধানের পতাকায় মুড়ে শেষ শ্রদ্ধা কিংবদন্তি সুরজিতকে

0
40

কলকাতা: ভালোবাসার মাস ফেব্রুয়ারি ক্রমশই যেন মারণ হয়ে উঠছে। না ফেরার দেশে পাড়ি দিচ্ছেন একের পর এক কিংবদন্তি। বৃহস্পতিবার প্রায় একমাসের লড়াইয়ের অবসান হল। প্রয়াত হলেন বাংলা তথা ভারতের প্রখ্যাত ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। গত ২৩ জানুয়ারি থেকে কোভিড আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সুরজিৎ সেনগুপ্ত। এদিন দুপুরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ইস্টবেঙ্গল ও মোহনবাগানের পতাকা সহ শেষ শ্রদ্ধা জানানো হল ময়দানের শিল্পীকে।

বিকেলে হাসপাতাল থেকে সুরজিতের মৃতদেহ নিয়ে যাওযা হয় ইস্টবেঙ্গল ক্লাবে। সেখানে ক্লাবের সদস্য সহ কর্মকর্তারা শ্রদ্ধা জানান তাকে। এরপর দেহ নিয়ে আসা হয় মোহনবাগান ক্লাবে। সেখান থেকে তার গল্ফগ্রিনের বাড়িতে দেহ রাখা হয় সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ গল্ফগ্রিনে ‘উদয় সদন’ কমিউনিটি হলে শায়িত থাকবে দেহ। সেখানেই সাধারণ মানুষরা এই ফুটবলারকে শেষ শ্রদ্ধা জানাবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, দুই প্রধানের হয়েই খেলেছেন সুরজিৎ।

- Advertisement -

আরও পড়ুন: ম্যাচের আগে সুরজিৎদার সঙ্গে কথা বলে অনেক সাহস পেতাম: মনোরঞ্জন ভট্টাচার্য্য

১৯৭৫ সালে মোহনবাগানকে ৫ গোল দেয় ইস্টবেঙ্গল। প্রথমটি গোলটি সুরজিৎ-ই করেছিলেন। অতঃপর ১৯৭৮/৭৯ মরশুমে লাল-হলুদের অধিনায়কও নির্বাচিত হন। এবং ১৯৭৮ সালে দলকে ডুরান্ড কাপ এনে দেন তিনি।অন্যদিকে মোহনবাগানের হয়েও দুটি ট্রফি জয়। উল্লেখ্য, ১৯৭৩ সালে প্রথম বড় ক্লাব হিসেবে মোহনবাগানে-ই সই করেছিলেন সুরজিৎ। এরপর ৮০ সালে আবার ফেরত আসেন। এছাড়া ১৯৭০ এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী ভারতীয় দলের অন্যতম মুখ ছিলেন সুরজিৎ।