আইপিএলের মাঝেই না ফেরার দেশে চলে গেলেন ভারতের তারকা ক্রিকেটার

0
452

শান্তি রায়চৌধুরী: চলছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আর এরই মধ্যে ভারতের ক্রিকেটে নেমে এলো চরম শোকের কালো ছায়া। এই কিংবদন্তীর মৃত্যুতে ভারতীয় ক্রিকেটে ইতি হয়ে গেল আরও একটি লিজেন্ড ক্রিকেটারের অধ্যায়।

প্রয়াত হয়েছেন সেলিম দুরানি। ইন্ডিয়ান ক্রিকেট ইতিহাসে এমন কিছু খেলোয়াড় রয়েছেন, যারা নিজেদেরকেও ছাপিয়ে গিয়েছিলেন, তার মধ্যে ভারতীয় এই ক্রিকেটার সেলিম দুরানি অন্যতম। সেলিম দুরানি জাতীয় দলের হয়ে প্রায় ১৪ বছর প্রতিনিধিত্ব করেছেন।

- Advertisement -

রবিবার সকালে তাঁর জামনগরের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বয়স হয়েছিল ৮৮। তিনি বহু দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

সেলিম দুরানির জন্ম আফগানিস্তানের রাজধানী কাবুলে। তিনি ১৯৩৪ সালের ১১ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন। তবে তাঁর বেড়ে ওঠা মূলত গুজরাটের জামনগরেই। এখানেই তাঁর ক্রিকেটে হাতেখড়ি। ১৯৬০ সালে ভারতের হয়ে অভিষেক হয়েছিল তার।জাতীয় দলের হয়ে ১৯৭৩ পর্যন্ত খেলেছেন। ২৯ টেস্টে এক সেঞ্চুরি সহ ১২০২ রান আর ৭৫ উইকেট নিয়েছেন।