৫ মিনিটের মধ্যে তিন গোল, নাটকীয় ফিনিশে EPL চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি

0
141
2022-23-european-football-calendar

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে হারালেই ইপিএল চ্যাম্পিয়ন হয়ে যাবে পেপ গুয়ার্দিওলার দল। এই ছিল সমীকরণ। অন্যদিকে লিভারপুল একই সময়ে খেলছিল উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে। ম্যান সিটি হারলে লিগ জয়ের সম্ভাবনা ছিল লিভারপুলের হাতে। নিজেদের ম্যাচে ম্যানচেস্টার সিটি ০-২ গোলে পিছিয়ে। তবে হার মানেনি পেপের দল। নাটকীয় রোমাঞ্চে শেষ হল দুর্দান্ত এই ম্যাচ, যা ফুটবলপ্রেমীদের আনন্দ দিয়েছে। ইপিএল ট্রফি জিততে লিভারপুল ৩-২ গোলের ব্যবধানে এগিয়ে ছিল।

ম্যান সিটিকে জিততে হলে তিন গোল করতে হত। সেই চমৎকারই হয়ে গেল। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে তিন গোল করল ম্যান সিটি। দুর্দান্ত ফিনিশ করে ইপিএল চ্যাম্পিয়ন হল সিটি। জয়ের পর চোখে জল চলে আসে ম্যান সিটি ম্যানেজার পেপ গুয়ার্দিওলার।কার্যত দুটি খেলায় নজর রাখতে হচ্ছিল ফুটবলপ্রেমীদের। ম্যাচে ০-২ পিছিয়ে থেকে  ৫ মিনিটের মধ্যে সমতা ফিরিয়ে তিন গোল করে জয় পেল সিটি।

- Advertisement -

আরও পড়ুন:  সমর্থক হওয়ার জন্য আহ্বান, অভিষেকের নতুন ক্লাবের পোস্টার পড়ল শহরে

ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত ০-২ পিছিয়ে ছিল সিটি। এরপর গুন্ডোগান জন্য মনে রাখার মতো একটি হেডারে গোল করেন। বক্সের বাইরে থেকে অত্যাশ্চর্য গোল করেন রদ্রি। তিন মিনিটেরও কম সময়ে দুটি গোল। জিনচেঙ্কো ভিলা বক্সের প্রান্তে রদ্রির হয়ে বাঁ দিক থেকে পাস ফিরিয়ে দেন। রদ্রি একটি লো স্ট্রাইক করেন যা গোলকিপার ওলসেনকে বিট করে কাছাকাছি পোস্টে ঢুকে পড়ে।৮১ মিনিটের মাথায় গুন্ডোগান তার দ্বিতীয় গোল করে ম্যান সিটিকে ট্রফি জয়ের আরও কাছে পৌঁছে দেয় স্পর্শ করার দূরত্বে পৌঁছে দেন। ছয় মিনিটে তিন গোলে এগিয়ে যায় সিটি।