Suhana khan : কিং খানের মেয়ের জন্মদিনে মেতে উঠলো টিম দ্য আর্চিস, দেখুন ভাইরাল ছবি

0
120

বিনোদন ডেস্ক : ২২ পা কিং খান কন্যা সুহানা খানের। এদিন বলিউড বাদশা কন্যার ২২তম জন্মদিনে মেতে উঠলো ভক্ত মহল থেকে শুরু করে টিম আর্চিস। সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে তারকা সন্তানের জন্মদিনের শুভেচ্ছা বার্তায়। সেই সঙ্গে এদিন সুহানার বার্থ ডে সেলিব্রেশনে বিশেষ প্রস্তুতি টিম আর্চিস-এর। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বার্থ ডে সেলিব্রেশনের এই‌ ক্যামেরাবন্দি ছবি শেয়ার করেছেন সুহানা খান। অভিনেত্রীর পোস্ট করা প্রথম ছবিতে দেখা যাচ্ছে একগুচ্ছ বেলুন, আর অন্যটিতে দেখা যাচ্ছে একটি চকলেট কেক।

আরও পড়ুন : Belashuru : জীবনের শেষ ছবি, কিভাবে নিজেকে প্রস্তুত করেছিলেন Swatilekha Sengupta

আপাতত ছবির শ্যুটিং-এ ব্যাস্ত সুহানা খান। জোয়া আখতারের কমেডি ড্রামা The Archies ছবির মধ্যে দিয়ে বলিউডে ডেবিউ করবেন তিনি। এছবিতে সুহানা খানের সঙ্গে একই সঙ্গে ডেবিউ করবেন খুশি কাপুর, অগস্ত্য নন্দা। ইতিমধ্যে ছবির ফার্স্ট পোস্টার থেকে শুরু করে শর্ট ভিডিও মন কেড়েছে দর্শকমহলের। জনপ্রিয় ওটিটি প্লার্টফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে এছবি।