পদক জয়ের উদযাপন, মীরাবাঈকে আজীবন ফ্রি পিজ্জা দেবে ডোমিনোস

0
119

খাস খবর ডেস্ক: ভারতের পক্ষে দুর্দান্ত শুরু হয়েছিল টোকিও অলিম্পিক ২০২০ -এর। ভারোত্তোলনে রৌপ্যপদক জিতে ইতিহাস গড়েছেন ভারতীয় মহিলা ভারোত্তোলক মীরাবাঈ চানু। ভারোত্তোলনে অলিম্পিক গেমসের ইতিহাসে ভারতকে দ্বিতীয় পদক দিলেন মীরাবাঈ চানু। ভারত্তোলন ইভেন্টে ভারতের পদকের জন্য ২১ বছরের অপেক্ষার অবসান ঘটল। মীরাবাঈ এই বড় জয়ের পরে একটি সাক্ষাত্কারে পিজ্জা খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তার এই ইচ্ছা পূরণ করবেন বিখ্যাত পিজ্জা সংস্থা ডোমিনোস।

মীরাবাঈ চানুকে আজীবন ফ্রি পিজা দেওয়ার ঘোষণা করেছে ডোমিনোস। ডোমিনোস টুইট ক্রেছে, “তিনি বলেছিলেন এবং আমরা এটি শুনেছি। আমরা কখনও চাই না মীরাবাঈ চানু পিজ্জার জন্য অপেক্ষা করুন। এ কারণেই আমরা তাকে আজীবন ফ্রি ডোমিনোস পিজ্জা দেব।” সংস্থার এই সিদ্ধান্তটি সর্বত্র প্রশংসিত হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় লোকেরা এর জন্য ডোমিনোসকে সাধুবাদ জানাচ্ছে। উল্লেখ্য, মেয়েদের ৪৯ কেজি বিভাগে রূপো জিতেছেন তিনি।

- Advertisement -

আরও পড়ুন: টোকিও অলিম্পিকে রূপোজয়ী মীরাবাঈ চানু সম্পর্কে অজানা তথ্য প্রকাশ্যে আনলেন অনুষ্কা শর্মা

আরও পড়ুন: টোকিও অলিম্পিক: অসিদের দাপটে ছন্দপতন ভারতের, ১-৭ গোলে লজ্জাজনক হার

মীরাবাঈ চানু পদক জেতার পরই সারা দেশে খুশির মূহুর্ত। পদক জয়ের পর মীরাবাঈ চানু টুইটারে ভিডিও আপলোড করে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, “গতকাল আমি অলিম্পিকে আমার প্রথম পদক জিতেছি। সমস্ত ভারতীয় আমার জন্য প্রার্থনা করেছিলেন এবং আমি আমার প্রথম পদকটি সকল দেশবাসীকে উত্সর্গ করতে চাই। কেবলমাত্র সমস্ত দেশবাসীর কারণেই আমি অলিম্পিক গেমসে এত বড় সাফল্য অর্জন করতে পেরেছি। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।”