টোকিও অলিম্পিক: অসিদের দাপটে ছন্দপতন ভারতের, ১-৭ গোলে লজ্জাজনক হার

0
46

খাস খবর ডেস্ক: জাপানের টোকিওতে অনুষ্ঠিত অলিম্পিক গেমসের আজ তৃতীয় দিন। দ্বিতীয় দিনেই ভারত্তোলক মীরাবাঈ চানু ভারতকে রৌপ্য পদক জিতিয়েছেন। শনিবার হকি গ্রুপ ম্যাচে জয় দিয়ে শুরু করেছিল ভারতীয় পুরুষ দল। কিন্তু রবিবারই ঘটল ছন্দপতন, ভারতীয় পুরুষ হকি দল অস্ট্রেলিয়ার কাছে ৭-১ গোলে পরাজিত হল, এই হার অত্যন্ত লজ্জাজনক। প্রথম ম্যাচে ভারত নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল। যদিও সেই ম্যাচ জিতলেও ভারতকে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

ম্যাচের প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে লিড নিয়ে অস্ট্রেলিয়া তাদের জয় নিশ্চিত করেছিল। দ্বিতীয়ার্ধের শুরুতে ভারত কিছুটা লড়াই দেখিয়েছিল, তবে শুরুতে বিশাল ব্যবধানে পিছিয়ে পড়ার পরে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে ফিরে আসা সহজ ছিল না। ভারতীয় খেলোয়াড়রা বেশ আতঙ্কে ছিল যার জেরে অস্ট্রেলিয়াই উপকৃত হয়েছিল। অস্ট্রেলিয়ার হয়ে ড্যানিয়েল বেইলে, জেরেমি হেওয়ার্ড, ফ্লিন ওগলিভি, জোশুয়া বেল্টজ, ব্ল্যাক গোভার্স দুটি এবং টিম ব্র্যান্ড গোল করেছেন।

- Advertisement -

আরও পড়ুন: “অলিম্পিক্সে সোনা”, ভুল তথ্য দিয়ে নেটিজেনদের ট্রোলের শিকার তনুশ্রী

৩৪ তম মিনিটে ভারতের পক্ষে একমাত্র গোল করেন দিলপ্রীত সিং। এরপর ভারত তাদের পরবর্তী ম্যাচ ২৭ জুলাই স্পেনের বিপক্ষে খেলবে। অস্ট্রেলিয়া শুরু থেকেই আক্রমণাত্মক পন্থা নিয়ে খেলছিল। ভারতের প্রত্যাবর্তনের সুযোগ ছিল কিন্তু রুপিন্দর পাল সিংয়ের পেনাল্টি নেওয়ার সময় ছন্দ পাননি এবং ললিত উপাধ্যায় একাই অস্ট্রেলিয়ান ডিফেন্সে ভাঙন ধরাতে পারেননি। ভারতীয় স্ট্রাইকারদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ারও অভাব চোখে পড়ল।