ফুটবলের পরেই ‘স্টাইল’ ব্যাপারটিকে গুরুত্ব দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 

0
46

শান্তি রায়চৌধুরী: একবার দৃশ্যটা চিন্তা করে দেখুন। সাত সকালে ঘুম থেকে উঠে ফ্রেস ট্রেস হয়ে জলখাবার সেরে তিনি গেলেন তার আলমারির কাছে। এরপর গালে হাত দিয়ে মিনিটের পর মিনিট ভেবে পার করে দিলেন এই ভাবে-কোন পোশাকটা পরা যায়। কোনটা আজ মানাবে ভালো। সেকেন্ডের ভগ্নাংশ সময়ের মধ্যেই ফুটবল মাঠে সিদ্ধান্ত নিয়ে ফেলতে যিনি পটু, সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কখনো কখনো এমনই সিদ্ধান্তহীনতায় ভোগেন।

যদিও প্রশ্নটি আসলে শুধুই একটা পোষাক পরা-না পরা নিয়ে। আপনার -আমার কাছে সেটি অগুরুত্বপূর্ণ হতে পারে, রোনাল্ডোর কাছে নয়। স্টাইল ব্যাপারটিকে তিনি ফুটবলের পরেই গুরুত্ব দেন। সম্প্রতি স্প্যানিশ একটি পত্রিকাতে রোনাল্ডো খোলাখুলি বলেছেন, স্টাইল খুব গুরুত্বপূর্ণ। ফুটবলের গুরুত্ব সবচেয়ে বেশি, এরপরই আসবে আমার ভাবমূর্তি। এই দুটো আসলে হাতে হাত ধরে চলে। মাঠে দুর্দান্ত কিছু করে দেখানো জরুরী। জরুরী মাঠের বাইরেও আপনাকে দুর্দান্ত দেখানো খুবই দরকার। আমি সেই চেষ্টাই করি।’

- Advertisement -

আরও পড়ুন: “খেলোয়াড়রাও ওদের চায় না”, SC East Bengal ম্যানেজমেন্ট নিয়ে বিস্ফোরক প্রাক্তন কোচ

স্বাভাবিকভাবেই দিনের একটা বড় অংশ রোনাল্ডোকে ব্যয় করতে হয় স্টাইল সংক্রান্ত গবেষণায়। কিন্তু এতে হিতে বিপরীত হয়। রোনাল্ডোকে খুবই অহংকারী মনে করেন কেউ কেউ। এক সময়তো তার স্বার্থপরতার নিয়েও কথা উঠেছে। খোদ রিয়েল মাদ্রিদের সমর্থকদের একটা বড় অংশ রোনাল্ডোকে পছন্দ করেন না। কিন্তু এসব গায়ে মাখেন না তিনি,’আমি মানুষটা ভেতরে ভেতরে যেমন, আমি বাইরেও সেরকমই থাকতে চাই।’ সত্যি বলতে কী, অহংকারটাও যেন তার সৌন্দর্যের একটা অংশ হয়ে গেছে।