দলের ‘গণতন্ত্র’ ঠিক করতে সল্টলেকে গোপন বৈঠকে Suvendu Adhikari

0
53

কলকাতা: বেসুরোরা পিকনিকের পর পিকনিক করছেন৷ এদিকে নতুন সাংগঠনিক কমিটি গঠন নিয়ে দক্ষিণের পর উত্তরেও সামনে এল বিক্ষোভের চেহারা৷

এহেন আবহে দলের বর্তমান পরিস্থিতি নিয়ে সল্টলেকে দলীয় বিধায়কদের নিয়ে বিশেষ বৈঠক বসলেন রাজ্যের দাপুটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ যদিও এবিষয়ে জানতে চাওয়ায় শুভেন্দু কার্যত পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলেন মিডিয়ার দিকেই৷ বললেন, ‘‘‘বিরোধী দলনেতার কাছে তার কলিগরা আসবে, তাতে আপনাদের কি?’’

- Advertisement -

সল্টলেক জি সি ব্লকের ৩৫ নম্বর বাড়ি৷ এখানেই আজ দলীয় বিধায়কদের নিয়ে গোপন বৈঠকে বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে ৯-১০ জন বিজেপি বিধায়ক এসে উপস্থিত হয়েছেন এই বৈঠকে। ইতিমধ্যেই বৈঠকে উপস্থিত হয়েছেন বিধায়ক অগ্নিমিত্রা পল,অশোক দিন্দা, বঙ্কিম হাজরা ,অম্বিকা রায়, দিবাকর ঘরামি, অমরনাথ শখা, নির্মল ধারা, শীতল কপাট, তাপসী মণ্ডল, মনোজ টিক্কা, রূপক মিত্র, সত্যেন্দ্রনাথ সহ একাধিক নেতৃত্ব৷

বৈঠক প্রসঙ্গে অগ্নিমিত্রা পল বলেন, ‘‘কি ব্যাপারে আলোচনা হবে, জানি না। দাদা ডেকেছেন এসেছি। দলে বিক্ষোভ রয়েছে কি না, তা বাইরে বলব না।’’ বস্তুত, বহিষ্কারের চোখ রাঙানি উড়িয়ে ফের এদিনও পিকনিকে মাতল বিজেপির বিক্ষুদ্ধরা৷ আজ লক্ষ্মীবারে একই দিনে বিক্ষুদ্ধদের পিকনিকের আয়োজন করা হয়েছিল ঠাকুরবাড়ি ও কল্যাণীতে৷ তাৎপর্যপূর্ণভাবে এবারের পিকনিকে নিরামিষের পাশাপাশি ছিল আমিষ মেনুও৷

বস্তুত, ১৭ জানুয়ারি এই পিকনিক-সফরের সূচনা ঠাকুরবাড়িতে করেছিলেন শান্তনু৷ তারপরই ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় পিকনিক৷ ওই পিকনিকের পরই দল কড়া পদক্ষেপ গ্রহণ করে৷ দল থেকে বহিষ্কার করা হয় বিজেপির প্রাক্তন রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারকে৷ তারপরই শুভেন্দুর এই বৈঠক৷ স্বাভাবিকভাবেই বাড়ছে জল্পনা৷ রাজনৈতিক মহলের অভিমত, দলের রাশ ঠিক রাখতেই বিশেষ বৈঠকে বসেছিলেন শুভেন্দু৷

আরও পড়ুন: নেতৃত্বের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, গেরুয়া কোন্দলের ঢেউ এবার উত্তরেও