কোপা আমেরিকা ফাইনাল: ট্রফি এল মেসির ঘরে, হতাশ করল ব্রাজিল

0
272

খাস খবর ডেস্ক: ভারতীয় সময় অনুযায়ী রবিবার ভোরে কোপা আমেরিকা ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনা। ফুটবল জগতের বড় মাপের দুই দলের লড়াই দেখতে মুখিয়ে ছিল সকলে। অবশেষে বাজিমাত করল লিও মেসির আর্জেন্টিনা। দীর্ঘদিনের ট্রফির খরা কাটল নীল-সাদা দলের। মেসির ঝুলিতেও এল আন্তর্জাতিক ট্রফি। ঘরের মাঠে কার্যত হতাশ করল নেইমাররা।

ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে খেলা এই ম্যাচে শুরু থেকেই ট্যাকল দেখা গেল। শুরুতেই হলুদ কার্ড দেখেন ব্রাজিলের ফ্রেড। দুই দলই শুরুতে আক্রমণে ছিল। তবে ম্যাচের ২২ মিনিট নাগাদ ডি মারিয়ার গোলে এগিয়ে গেল মেসিরা। আর্জেন্টিনা ১-০। ডি’পলের বাড়ানো পাসে ব্রাজিল গোলকিপার এডারসনের মাথার উপর দিয়ে ডি মারিয়ার শট জালে জড়িয়ে যায়। এরপর প্রথমার্ধের আগে লিও মেসি আক্রমণে এলেও ব্যর্থ হন। যদিও ব্রাজিল ভালোই সুযোগ নষ্ট করেছে।

- Advertisement -

আরও পড়ুন:  টোকিও অলিম্পিক: মোদীর চিয়ার ফর ইন্ডিয়া প্রচারে যোগদান, অ্যাথলিটদের শুভেচ্ছা জানাল বিসিসিআই

আরও পড়ুন: Euro Cup Final: ইংল্যান্ডের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি অভিজ্ঞ ইতালি

ম্যাচের ৩৪ মিনিট নাগাদ ফ্রি-কিক কাজে লাগাতে ব্যর্থ নেইমার। এদিনও নিজের পারফর্ম্যান্সে নজর কাড়লেন আর্জেন্টিয় গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। ৫২ মিনিট নাগাদ রিচার্লিসনের গোল বাতিল হয় অফসাইডের কারণে। গোটা ম্যাচ জুড়েই শরীরি আক্রমণ চোখে পড়ল। দুই দলের মধ্যে টানটান উত্তেজনার ফুটবলের মাঝে যা বেশ দৃষ্টিকটু।

আরও পড়ুন: ব্রাজিল না আর্জেন্টিনা, কোপা ফাইনালে কাকে সাপোর্ট করছেন বুম্বাদা

ম্যাচের শেষ দশ মিনিটে গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল, কিন্তু কিছুই লাভ হয়নি। ব্রাজিলক তাদের ঘরের মাঠে ১-০ গোলে হারাল আর্জেন্টিনা। দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা। ২০০৪ সালে সিজার দেলগাদোর পর দি মারিয়া প্রথম আর্জেন্তাইন ফুটবলার হিসেবে কোপা আমেরিকার ফাইনালে গোল করলেন। দেশের জার্সিতে প্রথম আন্তর্জাতিক ট্রফি জয় করল মেসি। নিঃসন্দেহে আর্জেন্টিনা সমর্থকদের জন্য আবেগের মূহুর্ত, যা স্মরণীয় হয়ে থাকবে।