IPL 2023: নতুন অবতার দেখা যাবে Chris Gayle -কে

0
319
chris-gayle-comeback-chris-gayles-new-avatar-will-be-seen-in-ipl-will-return-in-2023-season

স্পোর্টস ডেস্ক: ২০২২ সালের আইপিএল নিলাম থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইলকে। তবে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোন ভূমিকায় দেখা যাবে ইউনিভার্স বস -কে? সেই নিয়ে অনেকেরই কৌতূহল ছিল। ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল (Chris Gayle) আইপিএলের অন্যতম সফল ব্যাটসম্যান। তিনি তার আইপিএল কেরিয়ারে বেশ কয়েকটি দলের হয়ে খেলেছেন। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে তার পারফরম্যান্স অসাধারণ। এই দলের হয়ে খেলে আইপিএলের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস খেলেন তিনি।

পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে গেইল করেছিলেন ১৭৫ রান। গেইল ২০২১ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে আইপিএলে তার শেষ ম্যাচ খেলেছিলেন। এরপর থেকেই আইপিএলের বাইরে রয়েছেন গেইল। ২০২২ সালে না খেললেও মনে করা হচ্ছে যে, গেইল আইপিএল ২০২৩ -এ কামব্যাক করতে চলেছেন। তবে এবার তাকে ব্যাটার হিসেবে নয়, ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে দেখা যাবে।

- Advertisement -

আরও পড়ুন: “আইএসএল খেলতে গেলে এটিকের মতো টিম করুন”, কাতর আর্জি লাল-হলুদ সমর্থকদের

জিও সিনেমা টুইট করে গেইলের (Chris Gayle) ফেরার কথা জানানো হয়েছে। গেইল তার স্টাইলের কারণে আইপিএলের সবচেয়ে জনপ্রিয় বিদেশী খেলোয়াড়দের মধ্যে অন্যতম। ভারতেও গেইলের প্রচুর সমর্থক রয়েছে। তার ঝোড়ো ব্যাটিং দেখতেই দর্শকদের পছন্দ করেন। তবে এই বিষয়ে গেইলের পক্ষ থেকে কোনও বিবৃতি আসেনি। বলা বাহুল্য, আইপিএলে শুধু ব্যাট হাতে নয় বল হাতেও অবদান রেখেছেন গেইল। এই লিগে তার মোট উইকেট ১৮ টি। ২১ রানে তিন উইকেট পাওয়া সেরা বোলিং পারফরম্যান্স।