নদিয়া: হাওড়ার বালি, নদিয়ার শান্তিপুরের পর এবার নবদ্বীপ৷ বাপের বাড়ি যাওয়ার নাম করে ঘর থেকে পালাল বধূ৷ গরু খোঁজার স্টাইলে বৌকে খুঁজেও না পেয়ে শেষ পর্যন্ত থানার দ্বারস্থ হয়েছেন হতভাগ্য স্বামী৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামলেও এখনও খোঁজ মেলেনি বধূর৷ পুলিশের তদন্তে উঠে আসছে, পরকীয়ার তত্ত্ব৷ এমন আশঙ্কার কথা উড়িয়ে দিচ্ছেন না বধূ পালানোর স্বামীও৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷
ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ থানার বাহির চড়া গ্রাম এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ বধূর নাম হাসিনা বিবি (৩০)৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাবার বাড়ি যাওয়ার নাম করে বেপাত্তা গৃহবধূ। বিবাহ বহির্ভূত সম্পর্ক নাকি অন্য কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।
জানা যায়, বাহির চড়া এলাকার স্থানীয় বাসিন্দা রফিক শেখের স্ত্রী হাসিনা বিবি মঙ্গলবার সকালে পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান জেলার, নাদন ঘাট থানার সিংজুলি গ্রামে বাপের বাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর নির্দিষ্ট সময়ে সিংজুলিতে তাঁর বাপের বাড়িতে না পৌঁছলে ওই গৃহবধূর খোঁজে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজখবর শুরু করেন হাসিনা বিবির পরিবারের লোকজন।
দীর্ঘ খোঁজাখুঁজির পরেও কোথাও তাঁর কোনো সন্ধান না পেয়ে বৃহস্পতিবার নবদ্বীপ থানায় এসে লিখিত আকারে নিখোঁজ ডায়েরি করেন ওই গৃহবধূর পরিবারের সদস্যরা। লিখিত অভিযোগের ভিত্তিতে নিখোঁজ হাসিনা বিবির খোঁজে তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। বিষয়টি প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য৷ কারণ, এর আগে হাওড়ার বালি এবং নদিয়ার শান্তিপুরেও ঘটেছিল বৌ পালানোর ঘটনা৷ প্রথমে নিখোঁজ৷ তারই তদন্তে নেমে উঠে এসেছিল পরকীয়ার তত্ত্ব৷ এবারও সেই ঘটনা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷
আরও পড়ুন: শুভেন্দুর বাড়ির এলাকায় রাত ৮টার পর মাইক বাজানো যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের
আরও পড়ুন: Railway: দুরপাল্লার ট্রেনে যাত্রীদের শিষ্টাচার শেখাতে নয়া উদ্যোগ রেলের