বার্সেলোনায় যোগ দিলেন ব্রাজিলিয়ান রাইটব্যাক এমারসন রয়্যাল

0
66

বার্সেলোনার প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা বলেছিলেন একটি ভালো ভারসাম্য যুক্ত দল গড়ে তুলবে তারা। একের পর এক চুক্তি সম্পন্ন করছে বার্সা। এরই মধ্যে রিয়াল বেতিস থেকে দলে আসছেন ব্রাজিলিয়ান রাইটব্যাক এমারসন রয়্যাল। ২০২৪ সাল পর্যন্ত চুক্তি হয়েছে তার সাথে। ২২ বছর বয়সী এই তরুণ ফুটবলারকে রিয়াল বেতিসের সঙ্গে একরকম ভাগাভাগি করে যৌথ দলবদলে কিনেছিল বার্সেলোনা। সেই চুক্তির কথা অনুযায়ী দুবছর পর বার্সা নাইন মিলিয়ন ইউরো দিয়ে এমারসনকে বেতিসের কাছ থেকে কিনতে পারবে।

সেই সুযোগই কাজে লাগিয়ে নিজেদের দল গুছিয়ে নিতে চাইছে বার্সা। বেতিসের ক্লাবে দুই বছর ঋণে ছিলেন এমারসন। এই দুই বছর সেরা ফর্মে ছিলেন তিনি। রোনাল্ড কোমানের অধীনে শুধু রাইটব্যাক হিসেবেই নয়, রাইট মিডফিল্ডার ও রাইট উইংব্যাক হিসেবেও খেলতে পারবেন তিনি। বার্সা বরাবরই পছন্দের দল এমারসনের। এই বিষয়ে এমারসন বলেছেন, “আমার জন্য বার্সেলোনায় খেলা একটা স্বপ্নের মতো। এমন সম্ভাবনা যদি আসে বার্সায় যোগ দেওয়ার, সেটা এসেছে আমার পারফরম্যান্স ও পরিশ্রমের কারণেই। আমি খুব খুশি।”

- Advertisement -

বুধবার অফিসিয়াল ভাবে এই চুক্তি ঘোষণা করে বার্সা একটি বিবৃতিতে লিখেছে: “এফসি বার্সেলোনা রিয়েল বেতিসকে জানিয়েছে যে লোনে দুই মরশুমের পরে তারা ১ জুলাই থেকে এমারসন রয়্যালকে ফিরিয়ে আনার অধিকার প্রয়োগ করছে।” সোমবার ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনয় চুক্তিতে সের্জিও আগুয়েরো এসেছে। এরপর এরিক গার্সিয়াও বার্সায় ফিরে এসেছেন। জুনের শেষের দিকে চুক্তি শেষ হলে আগুয়েরো এবং গার্সিয়া উভয়ই যোগ দেবেন। সবমিলিয়ে শক্তিশালী দল গঠনের কাজে ব্যস্ত বার্সা।