নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে এই বিদেশীকে ছাড়াই নামবে এটিকে মোহনবাগান

0
83
atk-mohun-bagan-Transfer set-to-sign-this-i-league-winner-of-mohun-bagan

সব্যসাচী ঘোষ : শনিবার গুয়াহাটিতে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামবে এটিকে মোহনবাগান। এবং এই ম্যাচে সবুজ-মেরুণ ব্রিগেড পাবে না তাদের ভরসাযোগ্য মিডফিল্ডার হুগো বুমোসকে।

কাঁধের চোটের জন্য গত ওড়িশা ম্যাচে ৮০ মিনিটের পরে নেমেছিলেন হুগো। এবার সেই চোটের উপর ঝুঁকি না নিতে হুগোকে কলকাতা রেখেই গুয়াহাটিতে এসেছে এটিকে মোহনবাগান।

- Advertisement -

এই পরিস্থিতিতে ওড়িশার বিরুদ্ধে দলটাই রাখতে চাইবেন হেড কোচ জুয়ান ফেরান্ডো। যেখানে দিমিত্রি পেত্রাতোসকে নাম্বার টেন হিসেবে ব্যবহার করে ফারদিন আলি মোল্লাকে লোন স্ট্রাইকার হিসেবে খেলাবেন ফেরান্ডো।

এদিকে বাকি দুই বিদেশী হিসেবে খেলবেন কার্ল ম্যাকহিউ ও ব্রেন্ডন হ্যামিল। আর দুই উইং থেকে আক্রমণ তুলবেন আশিক কুরুনিয়ন ও লিস্টন কোলাসো। মনবীর সিংয়ের চোট এখনও সারেনি যা খবর।