মেসির সই করা জার্সি এল ভারতে 

0
100
fifa-world-cup-2022-lionel-messi-sends-his-signed-jersey-for-india

শান্তি রায়চৌধুরী: মেসির সই করা বিশেষ জার্সি উপহার পেলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। কাতার থেকে তাঁর জন্য এই উপহার নিয়ে এসেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার প্রজ্ঞান ওঝা। উপহার পাঠিয়েছেন লিয়োনেল মেসি।

আর্জেন্টিনার ফুটবল নিয়ে ভারতীয় ফুটবলপ্রেমীদের ভালোবাসার কথা জানেন আর্জেন্টিনার অধিনায়ক। তিনি জানেন তাঁর অসংখ্য ভক্ত রয়েছেন ভারতেও। এক সময় যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলেও গিয়েছেন তিনি। তিনি জানেন ভারতে ক্রিকেটের জনপ্রিয়তার কথাও। তাই বিশ্বকাপের আসর থেকে বিসিসিআই সচিব জয়ের জন্য নিজের একটি জার্সি পাঠিয়েছেন মেসি। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে নিজের সই করে দিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই সচিবকে।

- Advertisement -

আরও পড়ুন: নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে এই বিদেশীকে ছাড়াই নামবে এটিকে মোহনবাগান

মেসির সই করা সেই জার্সির ছবি সমাজমাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রজ্ঞান। ভারতীয় দলের এই প্রাক্তন স্পিনার লিখেছেন, ‘‘বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড় তাঁর শুভেচ্ছা এবং সই করা জার্সি পাঠিয়েছেন জয় ভাইয়ের জন্য। কী অসাধারণ ব্যক্তিত্ব। আশা করি খুব তাড়াতাড়ি আমার জন্যও একটা পাব।’’ বিশ্বকাপ জয়ের অনুভূতির কথা জানিয়ে সমাজমাধ্যমে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।

কাতারে বিশ্বকাপ দেখতে গিয়ে প্রজ্ঞান আর্জেন্টিনা শিবিরে যোগাযোগ করেন। তিনি মেসির সই করা দু’টি জার্সির জন্য অনুরোধ করেন। একটি জয়কে উপহার দেওয়ার জন্য এবং অন্যটি নিজের সংগ্রহে রাখার জন্য। জয়ের জন্য পাঠানো মেসির জার্সিটি বিসিসিআই সচিবের হাতে তুলে দিয়েছেন।