EV গাড়ির গতিতে বিপ্লব আনতে জোট বাঁধছে এই দুই বিখ্যাত সংস্থা

0
48

খাস খবর ডেস্ক: দূষণ দিনকে দিন বেড়েই চলেছে। এই অবস্থায় বৈদ্যুতিক গাড়ি-ই (EV) ভবিষ্যৎ। সেই লক্ষ্যেই এবারে জোট বাঁধতে চলেছে দুই বিখ্যাত সংস্থা। যারা আশা করছে, ২০২৫ সালের মধ্যেই যৌথ উদ্যোগে EV গাড়ি বিক্রি আরম্ভ করে দিতে পারবে।

আরও পড়ুন: Hacker -দের আহ্বান, রুশ আগ্রাসন রুখতে ইটের বদলে পাটকেল ইউক্রেনের

- Advertisement -

সংস্থাদুটির নাম চমক লাগানোর মতই। জানা যাচ্ছে, জাপানের Honda এবং Sony এই যৌথ উদ্যোগটি নিয়েছে। পাশাপাশি এও জানা যাচ্ছে, এই উদ্যোগের প্রথম EV গাড়ির মডেলটি নির্মাণ করতে চলেছে Honda। আর Sony রয়েছে গতিশীলতা পরিষেবার উন্নয়নের দায়িত্বে।

খাস খবর অ্যাপের লিঙ্ক: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

যদিও চুক্তির আর্থিক দিকটি নিয়ে এখনও দুই পক্ষের কেউ-ই কোনও তথ্য প্রকাশ্যে আনেনি। তবে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে Hond -র সিইও তাশিহিরে মিবে জানান, এখন-ই এই যৌথ উদ্যোগটিকে শেয়ারবাজারের সঙ্গে সংযুক্ত করার কোনও পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে যে এমন কিছু ঘটবে, তার কোনও মানে নেই।

আরও পড়ুন: ছেলেকে বাড়ি ফেরাতে ১৪০০ কিমি পাড়ি, সেই ছেলেই এখন আটকে ইউক্রেনে, অপেক্ষায় মা

এছাড়া আরও একটি সম্ভাবনার কথা তুলে ধরেন মিবে। আপাতত এই অংশীদারিত্ব Honda এবং Sony -র মধ্যে হলেও ভবিষ্যতে অন্য সংস্থা চাইলেও এতে যোগ দিতে পারবে। যদিও আপাতত তারা EV নির্মাণেই মন-প্রাণ ঢেলে দিতে চান। অন্যদিকে Sony -র সিইও কেনিচিরো ইউশোদা বলেন, “Honda -র দীর্ঘদিনের অভিজ্ঞতার সঙ্গে কথা আমাদের প্রযুক্তি এবং অভিজ্ঞতার মিশেল হবে। এতে গতিশীলতায় বিপ্লব আসতে চলেছে।”