ছেলেকে বাড়ি ফেরাতে ১৪০০ কিমি পাড়ি, সেই ছেলেই এখন আটকে ইউক্রেনে, অপেক্ষায় মা

0
41

তেলেঙ্গানা: ২০২০ সালের মার্চ।সারা দেশে থাবা বসিয়েছে মারণ ভাইরাস করোনা। লকডাউন ঘোষণা করেছিল ভারত সরকার। অন্য রাজ্যে আটকে পড়েছিল ছেলে। সেই ছেলেকে বাড়ি ফেরাতে দীর্ঘ ১৪০০ কিলোমিটার পথ স্কুটি নিয়ে পাড়ি দিয়েছিলেন মা। ফিরিয়ে এনেছিলেন ছেলেকে। কিন্তু নিয়তি আবার সেই মা-ছেলেকে আলাদা করেছে। যে ছেলেকে উদ্ধার করতে তিনি সবকিছুকে সরিয়ে এতটা পথ পাড়ি দিয়েছিলেন, সেই ছেলেই এখন আটকে রয়েছেন ইউক্রেনে।

আরও পড়ুন: বাজেট অধিবেশনের আগেই স্পিকারকে জরুরী তলব রাজ্যপালের

- Advertisement -

 রাজিয়া বেগম, তেলঙ্গানার নিজামাবাদ জেলার একটি সরকারি স্কুলের শিক্ষিকা। তার ছেলে নিজামউদ্দিন আমান ইউক্রেনে গিয়েছিলেন ডাক্তারি পড়তে। ইউক্রেনের সুমি স্টেট ইউনিভার্সিটির এমবিবিএস প্রথম বর্ষের ছাত্র। কিন্তু হঠাৎই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাশিয়া রাশিয়ার আক্রমণের মুখে পড়ে ইউক্রেন। অন্যান্য সকল ভারতীয় পড়ুয়ার সঙ্গে বছর একুশের মোহাম্মদ নিজামউদ্দিন আমানও আটকে রয়েছেন ইউরোপের ওই দেশে। রাশিয়ার বোমার হানা থেকে বাঁচতে তিনি সহপাঠীদের সঙ্গে আশ্রয় নিয়েছেন বাঙ্কারে।

আরও পড়ুন: UP Election : আজ অন্তিম পর্যায়ে কঠিন লড়াইয়ের মুখোমুখি যোগী ও অখিলেশ 

ইতিমধ্যে, ২৬০ জন ছাত্রকে ইউক্রেন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। খারকিভ-সহ ইউক্রেনের বিভিন্ন শহর থেকে ভারতীয়রা পড়শি দেশ পোল্যান্ড, রোমানিয়া এবং হাঙ্গেরিতে রওনা দিয়েছে। সেখান থেকে তাঁদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার কাজ শুরু করেছে ভারত সরকার। কিন্তু ছেলে নিজামউদ্দিন কী ভাবে ফিরবেন, সেখানে কী অবস্থায় আছে তা নিয়ে দুশ্চিন্তায় রাজিয়া।

রাজিয়া বলেন, “ছেলের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। সে একটি বাঙ্কারে আশ্রয় নিয়েছে। আমাকে চিন্তা করতে নিষেধ করছে। কিন্তু মায়ের মন তো! বার বার দুশ্চিন্তায় কেঁপে উঠছি।” তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও, রাজ্যের স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী মহম্মদ মাহমুদের কাছে আবেদন করেছেন ইউক্রেন আটকে পড়া প্রতিটা ভারতীয় ছাত্র যেন নিরাপদে বাড়ি ফিরতে পারেন।