দূষণ রোধে শিগগিরই নিষিদ্ধ হতে চলেছে পেট্রোল চালিত গাড়ি, ছাড় কেবল এইক্ষেত্রে

0
78

খাস খবর ডেস্ক: পরিবেশ দূষণের কারণেই বিশ্বজুড়ে উষ্ণায়ন এবং ঘন ঘন জলবায়ুর অপ্রত্যাশিত পরিবর্তন। তাই পরিবেশ দূষণ রোধে এবার এক নয়া পদক্ষেপ নেওয়া হল। খুব শিগগিরই নিষিদ্ধ করা হতে চলেছে যে কোনও জ্বালানি চালিত গাড়ি। বদলে বেছে নেওয়া হবে বৈদ্যুতিক গাড়িকে।

আরও পড়ুন: একধাপ এগোল ভারত-শ্রীলঙ্কা রেলপথ পরিকল্পনা, সফল ট্রায়াল এসি ট্রেনের

- Advertisement -

যেভাবে দূষণের মাত্রা দিনকে দিন বেড়েই চলেছে, তাতে পৃথিবীর সব দেশই এই পন্থার কথা চিন্তাভাবনা করছে। এরই মধ্যে ইউরোপীয় কমিশন গত বছর ঘোষণা করেছিল ২০৩৫ সাল থেকে ইউরোপীয় দেশগুলিতে ইন্টার্নাল কম্বাশান ইঞ্জিন (ICE) অর্থাৎ জ্বালানি চালিত গাড়ি আর বিক্রয় করা যাবে না।

এই নির্দেশের একটু হলেও বিরোধিতা করছে জার্মানি। তাদের দাবি, পেট্রোলচালিত গাড়ি বিক্রয় নিষিদ্ধ হোক। কিন্তু গাড়ির ইঞ্জিনের ওপর যেন নিষেধাজ্ঞা না জারি হয়। এর কারণ কিছুই নয়। জার্মান সরকারের বক্তব্য, আইসি ইঞ্জিনগুলিকে এমনভাবে রূপান্তরিত করা হবে সেগুলি সিন্থেটিক জ্বালানিতে চলতে পারে।

আরও পড়ুন: আরও একটি নতুন মহামারী আসতে চলেছে: বিল গেটস

কী এই সিন্থেটিক জ্বালানি? কার্বন মনো অক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণে উৎপন্ন ‘সিনগ্যাস’ থেকে সৃষ্ট একটি জ্বালানি। যা থেকে কম দূষণ সৃষ্টি হয়। পাশাপাশি এই জ্বালানির তরল এবং গ্যাসীয়, দুটি বিকল্পই উপলব্ধ। এই সিন্থেটিক জ্বালানির ক্ষেত্রেই কেবল ছাড় দিতে চায় জার্মান সরকার। এছাড়া পেট্রোলে নিষেধাজ্ঞা জারি করতে আপত্তি নেই তাদের।