একধাপ এগোল ভারত-শ্রীলঙ্কা রেলপথ পরিকল্পনা, সফল ট্রায়াল এসি ট্রেনের

0
168

খাস খবর ডেস্ক: ভারত-শ্রীলঙ্কা সম্পর্ক ক্রমেই উন্নত থেকে উন্নততর। এরই নিদর্শন হিসেবে প্রতিবেশীদের একটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন সরবরাহ করে মোদী সরকার। সেই ট্রেনের একটি সফল ট্রায়াল সম্পন্ন হয়েছে। এমনটাই জানিয়ে দিল শ্রীলঙ্কার ভারতীয় হাই কমিশন।

আরও পড়ুন: ফিরছে বিশ্বযুদ্ধের স্মৃতি, পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে মরিয়া ইউক্রেন

- Advertisement -

২০১৪-১৫ নাগাদ শ্রীলঙ্কায় প্রসারিত করা হয় USD ৩১৮ মিলিয়ন ক্রেডিট লাইন। এরই অধীনে ভারত-প্রদত্ত ট্রেনটির ট্রায়াল দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। শ্রীলঙ্কায় ভারতের হাই কমিশন ট্রেনটির ট্রায়াল রানের ছবি এবং ভিডিও প্রকাশ করেছে টুইটারে।

এই টুইটে হাই কমিশন লেখে, “একটি নিখুঁত ট্র্যাক রেকর্ড! এক কথায়, নির্ভরযোগ্য এবং বিশ্বমানের রেল পরিষেবা।” তারা জানায়, “ভারতীয় হাই কমিশনের আধিকারিকেরা এই ট্রেনের ট্রায়ালে অংশ নিয়েছিলেন।”

আরও পড়ুন: পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্ন দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলেন পুতিন

খুব শিগগিরই ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে রেলপথের ভাবনাচিন্তা করা হচ্ছে। এরই এক অংশ হিসেবে দেখা হচ্ছে এই AC DMU কে। যার সফল ট্রায়ালে অংশ নিলেন ভারতীয় হাই কমিশনের আধিকারিকরা। এক বিবৃতিতে হাই কমিশন জানায়, “কর্মকর্তারা রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস (RITES) এবং শ্রীলঙ্কা রেলওয়ের প্রতিনিধিদের সঙ্গে একটি শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনে ভ্রমণ করেছিলেন। ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারী এর সফল ট্রায়াল রান সম্পন্ন হয়েছে।” আরও বলা হয়, “শ্রীলঙ্কায় রেল যোগাযোগের উন্নয়নে আরও নানা সুবিধা প্রদানের অঙ্গীকার করা হয়েছে।”