ফিরে আসতে পারে হিন্দুস্তান মোটরের অ্যাম্বাসেডর, কী কী বৈশিষ্ট্য থাকবে

0
76

বিশ্বদীপ ব্যানার্জি: হিন্দুস্তান মোটরের অ্যাম্বাসেডরকে একসময় বলা হত “ভারতীয় রাস্তার রাজা”। এই গাড়ি এমন এক ঐতিহ্য তৈরি করতে সক্ষম হয়েছে, যা মূল মরিস অক্সফোর্ড-ও পারেনি। এখন আর এই গাড়ি তৈরি হয় না। কিন্তু ফের চর্চায় গাড়িটি। হঠাৎই জল্পনা, ফিরে আসতে পারে এই ঐতিহ্যবাহী গাড়ি। সেক্ষেত্রে কেমন দেখতে হতে পারে এটি? নকশা কেমন হবে?

আরও পড়ুন: চাঁদের ঠিক নিচেই শুক্র গ্রহ, শুক্রবার বিরল মহাজাগতিক দৃশ্য দেখার ধুম শহরে

- Advertisement -

গত বছর সে কল্পনা-ই করেছিলেন TUGBOTZ -এর অমল সাতপুতে। অবশ্য তাঁর কল্পিত গাড়ির কোনও বডি প্যানেলের সঙ্গে-ই আমাদের চেনা অ্যাম্বাসেডরের মিল নেই। যা দেখে পুরনো গাড়িটিকে মনে পড়তে পারে। এই কল্পিত গাড়িটির চেহারা বরং অনেক বেশি ধারালো।

সামগ্রিকভাবে, এই গাড়ির নকশা প্রসারিত এবং দীর্ঘায়িত যা গাড়িকে একটি অ্যারোডাইনামিক এবং স্পোর্টি চেহারা দেয়। সামনের দিকে একটি তারকাখচিত গ্রিল রয়েছে। যা মার্সিডিজ-বেঞ্জ গাড়িতে দেখা যায়। দুটি বৃত্তাকার আকৃতির ডিআরএল রয়েছে যা হেডল্যাম্পগুলিকে আবদ্ধ করে। পাশ থেকে ডিজাইনে একটি অ্যাস্টন মার্টিন স্পর্শ লক্ষ্য করা যায়।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

গাড়ির পিছনে মসৃণ LED ল্যাম্পগুলি উল্লম্বভাবে সেট করা হয়েছে। এগুলি সেডানে ক্যাডিলাকের চেহারা দেয়। গ্লাসহাউসটি-ও অত্যন্ত স্পোর্টি। এটি দীর্ঘায়িত এবং বডি থেকে খুব বেশি উঠে যায় না। ডিজাইনটি এমন যে গাড়িটির স্থির অবস্থাতেও দ্রুত দেখায়। তবে জানিয়ে রাখা দরকার, এটি নিতান্তই কল্পনা। নতুন করে নতুন নকশায় অ্যাম্বাসেডর বাজারে নিয়ে আসার কোনও পরিকল্পনা কর্তৃপক্ষ আদিত্য বিড়লা গোষ্ঠীর নেই এখনও পর্যন্ত।