গাড়ি লক করলেও সুরক্ষিত নয় , নতুন হ্যাকারদের উপদ্রব

0
93

সুমনা কাঞ্জিলাল: গাড়ির লক না ভেঙে, গাড়ির ফ্রিকোয়েন্সি কপি হ্যাকিং করে অত্যাধুনিক ডিভাইসের  মাধ্যমে  গাড়ি চুরি করতে পারে হ্যাকাররা। কলকাতা, মুম্বই, দিল্লি সহ বিভিন্ন বড় শহরে এই হ্যাকারদের উপদ্রব যে কোন সময়ই শুরু হতে পারে।

সাইবার বিশেষজ্ঞরা এ রকমই ডিভাইস দিয়ে কীভাবে হ্যাকিং-এর মাধ্যমে বন্ধ গাড়ির লক খুলে দেওয়া সম্ভব হচ্ছে, তা সাংবাদিক বৈঠকে সাইবার বিশেষজ্ঞরা দেখালেন, RLT-SDR রিসিভারের মাধ্যমে কীভাবে গাড়ির দরজা বন্ধ করার আওয়াজের ফ্রিকোয়েন্সি অত্যন্ত সুকৌশলে ১০০-১৫০ মিটার দূর থেকেও তা হ্যাকাররা রিসিভ করবে। স্বাভাবিকভাবেই এই চুরির প্রযুক্তির এখনও খুব একটা নতুন ব্যাপার হলেও , বিদেশে এই প্রযুক্তিতে চুরি শুরু হয়ে গিয়েছে।

- Advertisement -

অত্যাধুনিক হ্যাকিংয়ের মাধ্যমে গাড়ির লক খুলে চুরির বিষয়টি এখনও এদেশে হয়নি। কিন্তু এই চুরির বিষয়টি সক্রিয় ভাবে নিজেদের হাতে নিয়ে যাতে চোরেরা বা দুষ্কৃতীরা নিজেদের কার্যসিদ্ধি না করতে পারে তার জন্য সরকারকে রেগুলেশন আনতে হবে। সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।

কলকাতার সেক্টর ফাইভের এসডিএফ ভবনে ইন্ডিয়ান স্কুল অব অ্যান্টি হ্যাকিং-এর তরফে একটি অত্যাধুনিক হাইটেক ডিজিটাল ফরেন্সিক ল্যাব তৈরি করা হয়েছে। মূলত ডিজিটাল প্রতারণার রুখতে এই ফরেন্সিক ল্যাব অত্যন্ত কার্যকর।